মশলাদার খাবার ছাড়া মুখে রোচে না? মশলাদার খাবার শরীরের কত বড় ক্ষতি করছে জানেন?

By Bangla News Dunia Rajib

Published on:

khabar

Bangla News Dunia , Rajib : অনেকের মুখেই বাড়ির সাদামাটা খাবার রোচে না। তাঁদের কাছে তেল, মশলা সমৃদ্ধ খাবারই একান্ত আপন। তাই তাঁরা রোজ রোজ এই ধরনের খাবার খেয়েই দিন কাটান। আর কিছু মানুষের এহেন মশলাদার খাবার প্রীতি দেখেই চমকে যান বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ধরনের খাবার মাঝে মধ্যে খেলে ঠিক আছে। তবে রোজ রোজ খেলে শরীরের বারোটা বাজতে সময় লাগবে না। এই ভুলে বিপদে ফেলতে পারে জটিল সব সমস্যা।

তাই আর সময় নষ্ট না করে নিয়মিত মশলাদার খাবার খাওয়ার কয়েকটি ক্ষয়ক্ষতির দিক সম্পর্কে জেনে নিন। আশা করছি, তার পরই আপনার চোখ খুলে যাবে। আপনিও এ সব খাবার ছেড়ে হালকা খাবারের দিকে আকৃষ্ট হবেন।

পেটের সমস্যায় ভুগবেন

নিয়মিত তেল, ঝাল, মশলাদার খাবার খেলে সবার প্রথমে পেটের সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে পেটে ব্যথা, অ্যাসিডিটি, গ্যাস হতে পারে। এমনকী বমি বমি ভাব এবং বমি হওয়ার আশঙ্কাও কয়েকগুণ বাড়ে। এমনকী অন্ত্রের লাইনিং-এর ক্ষতি হওয়ার জন্য ডায়ারিয়াও নিতে পারে পিছু। তাই রোজ রোজ মশলাদার খাবার খাওয়ার ভুল করবেন না। তার বদলে হালকা খাবার খান। এই নিয়মটা মেনে চললেই সুস্থ থাকবেন।

আরো পড়ুন:- এবার SIM কার্ড ছাড়াই করা যাবে ফোন, BSNL-র পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে Jio, Airtel

শ্বাসকষ্টের আশঙ্কা

জানলে অবাক হয়ে যাবেন, আপনার অতি পছন্দের মশলাদার খাবার আদতে গলায় প্রদাহের কারণ হতে পারে। যার জন্য শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে। শুধু তাই নয়, মশলাদার খাবার খাওয়ার জন্য রেসপিরেটরি ডিসট্রেস বা শ্বাসনালীর একাধিক সমস্যা হতে পারে। সেই কারণে শুরু হতে পারে শ্বাসকষ্ট। বিশেষত, যাঁদের অ্যালার্জি থাকে, তাঁদেরই এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। তাই আপনারা ঝটপট সাবধান হন।

উঠতে পারে হেঁচকি

ঝাল, মশলাদার খাবার খেলে আমাদের ফেরেনিক নার্ভ উত্তেজিত হয়ে পড়তে পারে। যার ফলে ডায়াফ্রাম নিয়ন্ত্রণে থাকে না। সেই সুবাদে বারবার হেঁচকি উঠতে পারে।

এমন পরিস্থিতিতে চেষ্টা করুন অল্প অল্প করে বারবার জলপান করার। তাতেই কিছুক্ষণের মধ্যে সমস্যাকে কাবু করা যায়। তবে এর পরও যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

আলসারের ভ্রূকুটি

জানলে অবাক হয়ে যাবেন, নিয়মিত মশলাদার খাবার খেলে হতে পারে আলসার। আর এই অসুখে একবার আক্রান্ত হলে পেটে খুব ব্যথা হয়। সেই সঙ্গে বমি হওয়ার আশঙ্কাও বাড়ে। তাই এই ধরনের সমস্যা বেশ কিছু দিন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাঁর পরামর্শ মেনে ওষুধ খান। সেই সঙ্গে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসেও আনুন বদল। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই অনায়াসে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।

মেনে চলুন এ সব নিয়ম

সুস্থ থাকতে চাইলে ভাজার বদলে সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। রান্নায় তেল, মশলা যতটা সম্ভব কম ব্যবহার করবেন, ততই মঙ্গল। এর পাশাপাশি প্রসেসড খাবারও খাবেন না। তার বদলে মরশুমি ফল, শাক ও সবজিতে ভরসা রাখতে পারেন। পাশাপাশি রোজের ডায়েটে থাকুক আটার রুটি, ঢেঁকি ছাঁটা চালের ভাত, ডালিয়া এবং ওটসের মতো খাবার। তাতেই শরীরের হাল ফিরবে।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন