BBangla Nwes Dunia , সঙ্গীতা দত্ত রায় :- দেশে করোনাতে সুস্থ হওয়ার হার বাড়লেও আক্রান্তের সংখ্যাও কিছু কম না। গত ২৪ ঘন্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। আর দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৬৩ জন। সংক্রমণের এই হার বজায় থাকলে মে মাসে সেই সংখ্যা ১ লাখের বেশি হবে নিশ্চিতভাবেই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ধাপে ধাপেই লকডাউন তোলার পক্ষপাতী। যদিও দীর্ঘদিনের লকডাউনের ফলে দেশের অর্থনৈতিক অবস্থায় টালমাটাল। তবে অর্থনীতিকে বাঁচাতে গিয়ে রেড জোন বা অরেঞ্জ জোনে এখনই কোনোভাবেই লকডাউন তোলা যাবে না।
আরো পড়ুন :- করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার
বর্তমানে গোটা দেশের মধ্যে সংক্রমণ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা মহারাষ্ট্র ও গুজরাট নিয়ে। এই রাজ্য দুটিতে করোনা রুগীর সংখ্যা রোজই বাড়ছে। মহারাষ্ট্রে মৃত ৩৪২ জন আর আক্রান্ত ৮০৬৮ জন ,গুজরাটে মৃত ১৫১ আর আক্রান্ত ৩৩০১। কেন্দ্রীয় প্রতিনিধি দল এই দুটি রাজ্যকে নিয়ে খুবই চিন্তিত। সংক্রমণ ও আক্রান্তের বিচারে গুজরাট ও মহারাষ্ট্রের পরেই আছে উত্তরপ্রদেশ ,অন্ধ্রপ্রদেশ ,পশ্চিমবঙ্গ ,মধ্যপ্রদেশ,দিল্লি ও রাজস্থান । এই রাজ্য গুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেশি।
আরো পড়ুন :- করোনায় প্লাজমা চিকিৎসা নিলো কার্যকরী ভূমিকা
এই রাজ্যগুলির কন্টেনমেন্ট জোনে করোনা মুক্ত হওয়ার পরেও আবার নতুন করে সংক্রমণ হয়েছে। এখনো এমন অনেক শ্রমিক আছে যারা দিল্লিতে কাজ করে কিন্তু থাকে হরিয়ানাতে ,পাস্ নিয়ে লকডাউনের মধ্যেও তারা যাতায়াত করছে ,ফলে দিল্লিতে করোনার সংক্রমণ এতো বেশি।
Highlights :
- গত ২৪ ঘন্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে।
- দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৬৩ জন।
- গুজরাটে মৃত ১৫১ আর আক্রান্ত ৩৩০১
- মহারাষ্ট্রে মৃত ৩৪২ জন আর আক্রান্ত ৮০৬৮ জন