মাইগ্রেনের ব্যথা নিরাময়ে ম্যাজিক দেখাবে হোমিওপ্যাথি ঔষধ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia , পল্লব : যদি মাইগ্রেনের ব্যথার প্রাকৃতিক উপায়ে নিরাময় করতে চাও তবে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে হতে পারে। মাইগ্রেনে মাথা যন্ত্রণা করে এবং মূলতঃ একপাশে । অনেক সময় পুরো মাথা জুড়ে যন্ত্রণা হয়ে থাকে। অতিরিক্ত স্ট্রেসের কারণে মাথা দপদপ করে ,যন্ত্রণা হয়। মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তির জন্য হোমিওপ্যথির ওষুধ খুব ফলদায়ক।এখানে কিছু বিশেষ ওষুধের নাম দেওয়া হল —

বেলেডোনা — এই হোমিওপ্যাথিক ওষুধটি মাইগ্রেনের থেকে মুক্তির একটি ভালো ওষুধ ।প্রাথমিকভাবে মাথা যন্ত্রণা উপশমের জন্য এটি খুবই উপকারী। সূর্যের তীব্র রশ্মিতে এরকম মাথা যন্ত্রণা আরো বাড়ে। ঠান্ডা লাগলে বা ভ্যাপসা ঠাণ্ডা গরমে এরম মাথাব্যথা বেড়ে যায়।

নাক্সভোমিকা — ওষুধটি মূলতঃ মাথাযন্ত্রণার কারণে ব্যবহৃত হয়,এছাড়াও গ্যাসট্রিকের সমস্যাতেও ব্যবহৃত হয়।এই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে পাইলস ও কোষ্ঠকাঠিন্যের কারণে হওয়া মাইগ্রেনের সমস্যাগুলো নিরাময় করা হয়। গুরুপাক খাদ্যদ্রব্য , অ্যালকোহলের কারণে যে মাথাযন্ত্রণা হয়ে থাকে তার দ্রুত উপশম করে থাকে।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর। প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

স্পাইগেলিয়া — হোমিওপ্যাথিক ওষুধ মাথার বামদিকে মাইগ্রেনের কারণে যে যন্ত্রণা হয়ে থাকে তা নিরাময় করে থাকে। একে বাঁদিকের মাইগ্রেইন বলে।এক্ষেত্রে সাধারণতবাঁদিকের কিছু কিছু অংশ,কপাল এবং চোখে ব্যথা হ্য়।টাইট ব্যান্ড পরলে আরো যন্ত্রণা বৃদ্ধি পায়।

স্যাঙ্গুইন্যারিয়া — হোমিওপ্যাথিক ওষুধ মাথার ডানদিকের মাইগ্রেনের কারণে যে যন্ত্রণা হয়ে থাকে তা নিরাময় করে থাকে।এই মাইগ্রেনে মাথার ডানদিক থেকে ব্যথা শুরু হয়ে ক্রমে ছড়িয়ে পরে মাথার পিছনে এবং ডানদিকের চোখে এটা স্থিত হয়। এই ওষুধটি সকালবেলা বা দিনের বেলার মাইগ্রেন নিরাময়েও ব্যবহৃত হয়।মেয়েদের মেনোপজের পর যে মাইগ্নরে হয় তার জন্য এই ওষুধ কার্যকরী।

গ্লোনোনিয়াম — মস্তিষ্কে অস্বাভাবিক রক্ত জমা হওয়ার ফলে যে মাইগ্রেনের ব্যাথা হয় তা নিরাময়ের জন্য এই ওষুধ ব্যবহৃত হয়।রোগী মনে করে যে তার মাথা আকারে বৃদ্ধি পাচ্ছে এবং ফেটে যাবে। সে মনে করতে থাকে যে মাথাপুড়ে যাচ্ছে এবং চোখের চারপাশের তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । সূর্যের প্রচন্ড তাপ এই মাইগ্রেনের অন্যতম কারণ। #End

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন