মুখ্যমন্ত্রীর আহ্বানে করোনা টেস্টের খরচ কমলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া পাওয়া গেলো ২৪ ঘন্টার মধ্যেই। শহরের প্রাইভেট হসপিটাল ও ল্যাবগুলির কোভিদ টেস্টের খরচ কমতে শুরু করেছে। ফলে রুগীরা উপকৃত হবে। টেস্ট করা ছাড়া করোনার সাথে মোকাবিলা করার আর কোনো উপায় নেই। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে ICMR  করোনা পরীক্ষার ম্যাক্সিমাম রেট ৪৫০০ টাকায় বেঁধে দেয়। কিন্তু এ রাজ্যে দেখা যাচ্ছিলো যে এক এক জায়গায় এক একরকম কোভিদ টেস্টের চার্জ নেওয়া হচ্ছিলো। এরপর মুখ্যসচিব স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে জাজান যে এই বৈষম্য করা যাবে না এবং রেটও কমাতে হবে।

Corona

কার্যক্ষেত্রে দেখা যায় যে শুক্রবারই সেই রেট কমে যায়। ডক্টর লাল প্যাথল্যাবসের অ্যাসিস্ট্যান্স জেনারেল ম্যানেজার জ্যোতি কুমার জানান -তাদের করোনা পরীক্ষার রেট কমে এখন ২৪০০ টাকা হয়েছে এবং সুরক্ষা ডায়গোনোস্টিকের অধিকর্তা সোমনাথ চট্টোপাধ্যায় জানান -তাদের কোবিদ টেস্টের রেট কমে এখন ২২৫০ টাকা হয়েছে। কোবিদ টেস্টের কিটের  খরচ এখনো কমেনি কিন্তু টেস্টের সংখ্যা বেড়ে যাওয়ায় খরচ কমেছে।

রাজ্যের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ,অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার ব্যানার্জী প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানদের নিয়ে তৈরী হোয়াটসআপ গ্রুপে বিভিন্ন বিষয়ে প্রাইভেট হসপিটাল ও ল্যাব গুলোকে চার্জ কমানোর আবেদন জানান। এছাড়া বিল সংক্রান্ত বিষয়েও কিছু পদক্ষেপ নিতে বলেন। মেডিকা হসপিটাল গোষ্ঠীর কর্ণধার বলেন -মুখ্যসচিবের পরামর্শ অনুযায়ী কোভিদ টেস্টের রেট কমিয়ে এখন ২৪০০টাকা হয়েছে।

Highlights

১.  প্রাইভেট হসপিটাল ও ল্যাবগুলির কোভিদ টেস্টের খরচ কমতে শুরু করেছে।

২.  এখন রেট — সনকা হসপিটাল  ২৪০০ /-  ,মেডিকা   ২৪০০ /-

৩.  অসীম কুমার ব্যানার্জী বিল সংক্রান্ত বিষয়েও কিছু পদক্ষেপ নিতে বলেন। 

Covid  Test    #  Hospital 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন