মূল থেকে হবে উৎখাত, বিশ্বে প্রথম টাইফয়েড ভ্যাকসিন বানিয়ে তাক লাগাল ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এক যুগান্তকারী কাজ করে ফের একবার শোরগোল ফেলে দিল ভারত। এবার টাইফয়েডকে সম্পূর্ণরূপে নির্মূল করতে বিশ্বের প্রথম সম্মিলিত ভ্যাকসিন (Typhoid vaccine) তৈরি করে ফেলেছে ভারত। পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন রিসার্চের বিজ্ঞানীদের দাবি, এই টিকা সালমেনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি এ সংক্রমণ থেকে রক্ষা করবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR ভারতীয় বিজ্ঞানীদের এই কৃতিত্বের কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !

টাইফয়েডের ভ্যাকসিন তৈরী করল ভারত | World First Typhoid vaccine |

বেসরকারি সংস্থাগুলির জন্য জারি করা আবেদনে আইসিএমআর ভ্যাকসিন উৎপাদন শুরু এবং আরও পরীক্ষার কথা জানিয়েছে। আইসিএমআর-এর মতে, বর্তমানে টাইফয়েড প্রতিরোধের জন্য বাজারে কিছু ভ্যাকসিন রয়েছে। এর মধ্যে রয়েছে ভিআই পলিস্যাকারাইড ভ্যাকসিন এবং টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি), যা প্রাথমিকভাবে সালমোনেলা টাইফিকে লক্ষ্য করে।

আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

তবে সালমোনেলা প্যারাটাইফি এ সংক্রমণের বিরুদ্ধে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করে না। এখনো পর্যন্ত, কোনও লাইসেন্সযুক্ত সম্মিলিত ভ্যাকসিন ভারতে ছিল না যা একই সঙ্গে উভয় রোগজীবাণু থেকে মানুষকে রক্ষা করতে পারে। এক রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি বছর এক কোটিরও বেশি টাইফয়েডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।তবে আর চিন্তা নেই, এবার যে ভ্যাকসিন এসেছে তা সকলকে রক্ষা করবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

টাইফয়েড রোগের মামলায় ভারত প্রথমে

ভারত বিশ্বব্যাপী সর্বাধিক টাইফয়েড রোগীদের শীর্ষে রয়েছে। ভারতে, সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটিফি এ উভয়ই প্রতি বছর প্রচুর সংখ্যায় আসছেন। আইসিএমআর আরও জানিয়েছে যে এই ভ্যাকসিনের উপর পরীক্ষা করা আগামী দিনগুলিতে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হবে।

সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটিফি-এ উভয়ের কারণে অন্ত্রের জ্বর ভারতে উদ্বেগের বিষয়। ভারতে ১ মিলিয়ন জনসংখ্যার তুলনায় প্রতি বছর গড়ে ৩৯৯. ২ টি মামলা গ্রহণ করা হচ্ছে, যা টিবি সংক্রমণের চেয়ে অনেক বেশি। আইসিএমআর দাবি করেছে যে এই ভ্যাকসিনের ব্যাপক ব্যবহার ভারত সহ সারা বিশ্ব জুড়ে অন্ত্রের জ্বরের প্রবণতা হ্রাস করতে পারে। এছাড়াও, সংক্রমণ রোধ করা অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরতা হ্রাস করবে।

আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে

আরো পড়ুন : কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে কারা লাইনে আছেন, দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন