যোগ দিবসে সমাজকে যোগ ব্যায়ামের উপকারিতার বার্তা দিলেন ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত : ২১শে জুন ১০ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে সারা বিশ্ব, বিশ্বের প্রতিটি দেশেই প্রায় যোগ দিবস পালন করা হয়েছে । শুধু যে ভারতে তা নয় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেও যোগ দিবস পালন করা হয়েছে। ১০ বছর আগে  শুধু মাত্র ভারতের মানুষ যোগব্যায়ামের উপকারিতা সম্বন্ধে জানতো । আর আজ সারা বিশ্ব যোগব্যায়ামের উপকারিতা জেনেছে,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোগ ব্যায়ামকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে, সারা বিশ্বে ভারতের যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে জানিয়েছেন।

আর আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই ১০ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। যোগ ব্যায়ামের মাহাত্ম্য ভারতের প্রাচীন কাল থেকেই ঋষি মুনিরা তাদের বিভিন্ন পুস্তকের মাধ্যমে দেশের মানুষকে জানিয়েছেন। তবে সময়ের সাথে সাথে ভারতীয়রা আধুনিকতার ছোঁয়ায় যোগ ব্যায়ামকে প্রায় ভুলেই গিয়েছিল । কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আজ ভারত তথা বিশ্বের মানুষও যোগব্যায়ামের গুরুত্ব বুঝেছে ও যোগ ব্যায়ামের উপকারিতা পাচ্ছে।

গতকাল ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশন এর চেয়ারম্যান তথা বিজেপির নেতা ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয় বহরমপুরের বিবেকানন্দ ব্যায়াম সমিতির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যেই অনুষ্ঠানে যোগব্যায়াম চর্চা করা হয়। ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায় নিজেও ওই যোগব্যায়াম চর্চায় অংশগ্রহণ করেন। তিনি এই যোগ ব্যায়াম চর্চার মাধ্যমে সমাজের কাছে যোগ ব্যায়ামের যে মাহাত্ম্য তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বলেই জানান ।

Anirban

তিনি জানান বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টায় আজ ঘরে ঘরে যোগ ব্যায়ামের গুরুত্ব পৌঁছে গিয়েছে। মানুষ যোগ ব্যায়াম করে উপকারিতা পাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনে এই যোগ ব্যায়ামকে মানুষের কাছে আরো ভালো ভাবে পৌঁছে দেওয়া ও মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরা । যাতে করে যারা এখনো যোগব্যায়ামের সাথে যুক্ত হয়নি তারা আগামী দিনে যোগব্যায়ামের সাথে যুক্ত হয় । এতে করে একদিকে যেমন তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, এরই সাথে রোগ ব্যাধি থেকেও মুক্তি পাবে তারা।

Bangla news dunia Desk

মন্তব্য করুন