রাজ্যের আশঙ্কা পরিযায়ী শ্রমিকদের নিয়ে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –  মুখ‍্যমন্ত্রীর আশঙ্কাই শেষ অবধি বাস্তবায়িত হচ্ছে।রাজ‍্য স্বাস্থ‍্য দপ্তরের হিসাব অনুযায়ী — গত 24 ঘন্টায় রাজ‍্যে করোনাতে নতুন করে আক্রান্ত হয়েছে 317 জন। বিগত 5 দিনে  রাজ‍্যে যতজন করোনা আক্রান্ত হয়েছে তার বেশিরভাগটাই ভিন রাজ‍্য থেকে পরিযায়ী শ্রমিক। স্বাস্থ‍্য আধিকারিকদের আশঙ্কা কোভিদ টেস্ট বেশি হলে আক্রান্তের সংখ‍্যা আরও বাড়বে। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী যে ৬৫০ জন পরিযায়ী শ্রমিকের কোভিদ পজিটিভ হয়েছে তাদের মোটামুটি ৪০০ জনই মহারাষ্ট্র থেকে এসেছে।

 

 

প্রাইভেট সূত্রের খবর -গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে ৩৮ জন ও কোচবিহারে ৩২ জন করোনাতে আক্রান্ত হয়েছে। আর এরা সবাই পরিযায়ী শ্রমিক।এখনো আরও ৫০ হাজার পরিযায়ী শ্রমিকের রিপোর্ট আসা বাকি আছে। আরও বেশি কোভিদ টেস্ট হলে আক্রান্ত আরও বাড়বে। পূর্ব মেদিনীপুর থেকে এখনো অবদি প্রায় ৪০০০ পরিযায়ী শ্রমিকের নমুনা পরীক্ষার জন্য আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। যার মধ্যে ৩৪ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে। আর এই ৩৪ জনের ২৯ জনই মহারাষ্ট্র থেকে এসেছে।

উত্তর ২৪ পরগনার ৫৬ পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ হয়েছে ,তার মধ্যে ৩৫ জন এসেছে মহারাষ্ট্র থেকে। বসিরহাটের ৮ জন করোনা আক্রান্তের মধ্যে ৬ জনই মহারাষ্ট্র ফেরত।

Highlights

১.  গত 24 ঘন্টায় রাজ‍্যে করোনাতে নতুন করে আক্রান্ত হয়েছে 317 জন।

২.  ৬৫০ জন পরিযায়ী শ্রমিকের কোভিদ পজিটিভ হয়েছে তাদের মোটামুটি ৪০০ জনই মহারাষ্ট্র থেকে এসেছে।

৩.  প্রাইভেট সূত্রের খবর -গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে ৩৮ জন ও কোচবিহারে ৩২ জন করোনাতে আক্রান্ত হয়েছে।

#   করোনা    #  পরিযায়ী শ্রমিক    #  মহারাষ্ট্র    #   পশ্চিমবঙ্গ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন