Bangla News Dunia : S. Datta Roy – বর্তমানে রাজ্যে করোনা মুক্ত মানুষের সংখ্যা টপকে গেলো করোনা আক্রান্ত মানুষের চেয়ে। মঙ্গলবার স্বাস্থ্যদপ্তর প্রকাশিত বুলেটিনে দেখা গেলো -গত ২৪ ঘন্টায় ৪১৫ জনের শরীরে কোভিদ পজিটিভ পাওয়া গেছে আর করোনা থেকে সুস্থ হয়েছে ৫৩৪ জন ব্যক্তি । সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গে করোনা জয়ীর সংখ্যা ৬০২৮। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৭০ জন কোভিদ ১৯ পজিটিভ হয়েছে। সারা দেশের তুলনায় বাংলার অবস্থা ভালো। গত ৭২ ঘন্টায় রোজই করোনা এক্টিভ রুগীর সংখ্যা কমছে।
বর্তমানে মোট করোনা আক্রান্তের ৫০.৬১ % ব্যক্তির করোনা থেকে মুক্তি ঘটেছে। তবে কলকাতা পৌরসভা সূত্রে খবর -এই মুহূর্তে কলকাতা উত্তরের থেকে দক্ষিণে আক্রান্তের সংখ্যা বেশি। আলিপুর ,যাদবপুর ,কসবা ,বালিগঞ্জ প্রভৃতি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি। ২০৯৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি কলকাতার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। কলকাতা পুরসভা করোনা কোন জায়গায় বেশি ছড়াচ্ছে তা জানার জন্য করোনা এন্টিবডি ও সোয়াব টেস্টের নিজস্ব ল্যাব তৈরী করতে চলেছে। আগামী ২-৩ মাসের মধ্যে এন্টিবডি টেস্টের পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে।
পৌরসভা সূত্রের খবর -ইতিমধ্যেই কলকাতার ১৭ টি ওয়ার্ড পিছু ৪০ জন রব আরও সংক্রমিত ৫ টি ওয়ার্ড থেকে ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে যাদের রক্তের নমুনা সংগ্রহ করে এন্টিবডি টেস্ট করা হয়েছে। সেই টেস্ট এবার জোন অনুসারে করা হবে।
Highlights
১. করোনা লড়াইয়ে সাফল্য লাভ করলো বাংলা।
২. এখন রাজ্যে করোনা মুক্ত মানুষের সংখ্যা টপকে গেলো করোনা আক্রান্ত মানুষের চেয়ে।
৩. কলকাতা পুরসভা করোনা কোন জায়গায় বেশি ছড়াচ্ছে তা জানার জন্য করোনা এন্টিবডি ও সোয়াব টেস্টের নিজস্ব ল্যাব তৈরী করতে চলেছে।
# করোনা # চিকিৎসা – টেস্ট # পশ্চিমবঙ্গ