Bangla News Dunia , S. Datta Roy :- রাজ্য স্বাথ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী করোনা সংক্রমণের ট্রেন্ড বোঝার জন্য রাজ্যে চালু করা হল সেন্টিনেল সার্ভে । স্বাস্থ্যভবন সূত্রের খবর সার্ভের প্রথম দফার জন্য ইতিমধ্যেই প্রত্যেক জেলা থেকে ১০০ জন কম সংক্রমনপূর্ণ ও ১০০ জন বেশি সংক্রমনপূর্ণ ব্যক্তির সোয়াব নমুনা নেওয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে সেই রিপোর্ট দেখে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি বোঝা যাবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী – প্রতিটি জেলার জন্য বরাদ্দ ৫ জন সদস্যের ১ টি দল প্রতি জেলা থেকে সংক্রমিত ব্যক্তিদের সোয়াব সংগ্রহ করবে।
আরো পড়ুন :- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন সামান্য তেজপাতার দ্বারা
হাসপাতালে অন্য রোগের উপসর্গ নিয়ে যেসব রুগী ভর্তি হবে তাদেরও নমুনা নেওয়া হবে। ডাক্তার ,নার্স এবং চিকিৎসা কর্মীদেরও নমুনা নেওয়া হবে। এই সার্ভের দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্তা বলেন -সব জোনেরই নমুনা নিয়ে সেই রিপোর্ট বিশ্লেষণ করে রাজ্যের করোনা পরিস্থিতি করা হবে। এটি ১৫ দিন অন্তর করা হবে। এইসব বিচার করেই লকডাউন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হবে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন :- সরকারি ও বেসরকারি দুধরণের হসপিটালেই নার্স ও ডক্টরদের করোনা সংক্রমণ
করোনা আক্রান্তের মধ্যে স্বস্তির খবর একটাই কন্টেন্টমেন্ট জোনের সংখ্যা ৩৪০ থেকে ২৬৯ হয়েছে। সেন্টিনেল সার্ভের ক্ষেত্রে ডাক্তার ,নার্স ও চিকিৎসা কর্মী এরা সবাই হাই রিস্ক ব্যক্তি আর যারা অন্য রজার উপসর্গ নিয়ে আসছে যেমন -জ্বর ,শ্বাসকষ্ট ইত্যাদি এরা লো রিস্ক ব্যক্তি। এদের সোয়াব নিয়ে পরীক্ষা করেই সেন্টিনেল সার্ভে করতে হবে।
Highlights
- করোনা সংক্রমণের ট্রেন্ড বোঝার জন্য রাজ্যে চালু করা হল সেন্টিনেল সার্ভে ।
- প্রতিটি জেলার জন্য বরাদ্দ ৫ জন সদস্যের ১ টি দল প্রতি জেলা থেকে সংক্রমিত ব্যক্তিদের সোয়াব সংগ্রহ করবে।
- এটি ১৫ দিন অন্তর করা হবে।
# করোনা # চিকিৎসা # পশ্চিমবঙ্গ