Bangla News Dunia , S. Datta Roy :- পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার গাইঘাটা থেকে ৬ জন শ্রমিকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সেই সঙ্গে রাজ্যের দেগঙ্গা ও বাগদাতেও করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্তদের রাজারহাটের কোভিদ হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এডামস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। আক্রান্তদের বাড়ির আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয় এবং ওষুধ ও ডাক্তারখানা বাদে বাকি সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ।
সেখানকার আগত পরিযায়ী শ্রমিকরা প্রশাসনিক নির্দেশ না মেনে হোম কোয়ারেন্টাইনে না থেকে সর্বত্র ঘোরাফেরা করছে ,সকলের সাথে মিশছে ,ফলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা তো থেকেই যায়। পরিযায়ী শ্রমিকদের অনেকেই ব্লক অফিস তাদের নাম নথিভুক্ত করেনি। সূত্রের খবর অনুসারে সেখানে ৪ জনের করোনা পজিটিভ হয়েছে। বাগদা ও গাইঘাটা এলাকার ৭ জন পরিযায়ী শ্রমিকের সোয়াব টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ হয়েছে। এই শ্রমিকরা মহারাষ্ট্রে কাজ করতো। আক্রান্তদের বাড়ির এলাকায় পুলিশের নজরদারি থাকবে।
রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এইবার প্রাইভেট হসপিটালকেও সোয়াব নমুনা সংগ্রহের অনুমতি দিলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় -যেসব বেসরকারি হসপিটালে আইসিএমআর (ICMR) অনুমোদিত কোভিদ টেস্ট করার ল্যাবরেটরি আছে তারা চাইলে সুরক্ষা বজায় রেখে আউটডোর ও ফিভার ক্লিনিক থেকে করোনা নমুনা সংগ্রহ করতে পারে। লকডাউন পরবর্তী সময়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে উপসর্গহীন করোনা আক্রান্তদের চিহ্নিত করা প্রয়োজন। কলকাতাতে ৬ টা প্রাইভেট হাসপাতাল এই টেস্ট করতে পারবে।
Highlights
১. রাজ্যের গাইঘাটা থেকে ৬ জন শ্রমিকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
২. বাগদা ও গাইঘাটা এলাকার ৭ জন পরিযায়ী শ্রমিকের সোয়াব টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ হয়েছে।
৩. প্রাইভেট হসপিটালকেও সোয়াব নমুনা সংগ্রহের অনুমতি দিলো রাজ্য স্বাস্থ্য দপ্তর।
# করোনা # পরিযায়ী শ্রমিক # প্রাইভেট হসপিটাল # পশ্চিমবঙ্গ