রাজ্য সরকার এবার করোনা টেস্টের খরচ নির্দিষ্ট করে দিলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  S. Datta Roy :-   কিছুদিন আগেই প্রাইভেট হাসপাতাল নিয়ে কঠোর হয়েছিল রাজ্য ,কিন্তু ততসত্বেও হসপিটালগুলি তাদের নিজেদের নির্দিষ্ট করা দামই নিচ্ছিলো সব ক্ষেত্রে। তাই এবার মুখ্যমন্ত্রী সব কিছুর দাম নির্দিষ্ট করে দিলেন ,এর বাইরে কেউ কিছু করতে পারবে না। তিনি বলেন – এখন থেকে প্রাইভেট ল্যাব ও হসপিটালগুলি কোভিদ টেস্টের জন্য ২২৫০ টাকার বেশি নিতে পারবে না। হসপিটালে ভর্তি অন্যান্য রুগীদের থেকে পিপিই ও অন্যান্য খরচ বাবদ রোজ সর্বোচ্চ ১০০০ তাকাই বিল করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।

WB CM

কোনো চিকিৎসকের ফি বাবদ ১০০০ টাকার বেশি নেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী জানান -‘ এক -একটা কিটের দাম কত ?  ৪৫০০ টাকা দাম ছিল ,প্রাইভেটের দাম হবে ২২৫০ টাকা। এটা নিয়ে একটা গাইডলাইন পাঠাচ্ছি। ‘বর্তমানে কিছু প্রাইভেট হসপিটাল খরচ কমালেও অনেক হাসপাতাল তা করেনি। তিনি মনে করেন -প্রাইভেট একটা রেস্ট্রিকশন থাকা দরকার। শুক্রবার বিকেলের পরে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার কিছুক্ষনের মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে এই বিষয়ে আদেশনামা বেরিয়ে যায়।

প্রাইভেট হসপিটালগুলিকে এও জানিয়ে দেওয়া হয় যে -রেটের উর্দ্ধসীমা যদি লঙ্ঘন করা হয় তাহলে ২০২০ -র দ্য ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিদ ১৯ রেগুলেশন এবং ২০১৭ -র দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট এক্ট ও তার নিয়ম অনুসারে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে আর তা না মানলে লাইসেন্স বাতিল করার আইনও আছে।

Highlights

১.  এখন থেকে প্রাইভেট ল্যাব ও হসপিটালগুলি কোভিদ টেস্টের জন্য ২২৫০ টাকার বেশি নিতে পারবে না। 

২.  প্রাইভেট হসপিটালগুলি সরকারি আদেশনামা না মানলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

কোভিদ  টেস্ট খরচ নির্দিষ্ট   #  পশ্চিমবঙ্গ   #  প্রাইভেট হসপিটাল 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন