Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শক্তি হারিয়ে সর্দি-কাশির জীবাণুতে পরিণত হবে করোনা ! সম্প্রতি মার্কিন বিজ্ঞানীরা একটি দাবিতে সরব হয়েছেন। তাঁদের বক্তব্যের সপক্ষে তারা একটি প্রতিবেদন লিখে ফেলেছেন, সেটি প্রকাশিত হয়েছে বিখ্যাত ‘ সায়েন্স ‘ নামের জার্নালে। সেই প্রতিবেদনের প্রধানত বলা হয়েছে পরবর্তী কালে করোনা ভাইরাস দুর্বল হয়ে যাবে। তা আর কোনো ভয়াবহতা সৃষ্টি করবে না সারা পৃথিবীতে। এমোরি ইউনিভার্সিটির অধ্যাপক তথা বিজ্ঞানী ডক্টর জেনি লেভাইন এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন সবার সামনে।
প্রসঙ্গত ডক্টর জেনি বলছেন ৪টি সাধারণ সর্দি-কাশির ভাইরাস যেমন আজকের দিনে দুর্বল হয়ে পড়েছে, তেমনি কোভিড ১৯-র ক্ষেত্রেও ঠিক সেই ব্যাপার দেখা যাবে। শিশুরা সর্দি-কাশিতে আক্রান্ত হয়, তেমন করে ভবিষ্যতে তারা করোনাতে আক্রান্ত হবে। কিন্তু তার প্রকোপ হবে খুবই মৃদু। সাধারণ ওষুধ খেয়েই তা সেরেযাবে। জেনির মতে মোটামুটি ৩ থেকে ৫ বছর বয়সের মধ্যে ভবিষ্যতের শিশুরা অতি মৃদু করোনা আক্রান্ত হবে। যত বেশি সংখ্যক হারে তা সংক্রমন হওয়া ঠেকাবে, তত দুর্বল হয়ে পড়বে SARS-CoV-2।
আরো পড়ুন :- বার্ড ফ্লু থেকে সতর্ক হোন ! মেনে চলুন এই নিয়ম গুলি
অর্থাৎ গবেষণা বলছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে অনেক কিছু নির্ভর করে। করোনা ভ্যাকসিনের প্রয়োগ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। আমাদের ডিএনএ ধীরে ধীরে রোগের সঙ্গে মোকাবিলায় মজবুত হয়ে উঠবে। আর ছোটবেলাতে ভাইরাসের সংক্রমণ হলে শরীরে তৈরি করবে অ্যান্টিবডি। ফলে SARS-CoV-2 সাধারণ ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের চেয়ে দুর্বল হয়ে পড়বে।
Highlights
1. শক্তি হারিয়ে সর্দি-কাশির জীবাণুতে পরিণত হবে করোনা !
2. ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের চেয়ে দুর্বল হয়ে পড়বে
#COVID #VACCINE