শরীরে জল জমে দেহ ফুলে যাচ্ছে ! মুক্তির পথ হোমিওপ্যাথি চিকিৎসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia  , Pallab  :  রক্তের সিরাম বা জলীয় অংশ বৃদ্ধি পেলে তৎসহ আভ্যন্তরীণ পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম ইত্যাদি সেরাসগর্তে একত্রিত হয়ে কৌশিক বিধান সমূহের আয়তন বৃদ্ধি হলেই শোথ লক্ষণ প্রকাশ পায় । সংক্ষেপে বলা যায়, সমস্ত দেহে বা দেহের অংশ বিশেষে বা কোন যন্ত্রে জল সঞ্চয় হলে তাকে শোথ বলে ।

আরো পড়ুন:- রোজভ্যালির টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে ঢুকল? এভাবে সহজে আবেদন করলেই মিলবে টাকা

🔮 দুষিত রক্ত, রক্তের জলীয় অংশ বৃদ্ধি, রক্ত সঞ্চালনে ব্যাঘাত, শিরা ও ধমনীর আবরণের শিথিলতা, জলীয় পদার্থের স্বাভাবিক নিঃসরণ বৃদ্ধি অথবা রসদ্রব্যের শোষণ অভাবই ইহার প্রধান কারণ ।

🔮 শরীর রক্তে ক্যালসিয়াম ফসফেট ও সোডিয়াম ক্লোরাইডের অভাব ।

🔮হৃদযন্ত্র, যকৃৎ ও কিডনির ক্রিয়াগত ব্যাঘাতে স্থান বিশেষ বা সর্ব শরীরে জলীয় পদার্থ সঞ্চিত হয় ।

🔮 শরীরে স্ফোটক বসে গিয়ে সবিরাম জ্বর, আরক্ত জ্বর, অতিরিক্ত মদ্যপান, অধিক পরিমাণ রক্তস্রাব ইত্যাদি কারনেও শোথ দেখা দিতে পারে ।

হোমিওপ্যাথিক চিকিৎসা ( Homoeopathic Treatment ) —–

♠ফফসফরাস

♠আর্সেনিক

♠পালসেটিলা

♠রাসটক্স

♠সালফার

♠লাইকোপোডিয়াম

♠ডিজিটালিস  #Short News

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন