শরীরে টিউমারের মত অর্বুদ হয়েছে ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ঔষধ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia , পল্লব : অর্বুদ বা টিউমার যা চর্মের উপর জন্মে । ছোট, বড়, নিরেট, ফাঁটা ফাঁটা, ফুল কপির মত বা সূচালো । আচিঁলে কোন রূপ কষ্ট হয় না । তবে দেখতে বিশ্রি দেখায়, কারোর ক্ষেত্রে রস ঝড়ানোর আঁচিলও দেখতে পাওয়া যায় ।

আঁচিল জাতীয় অর্বুদের চিকিৎসা সেরা হোমিওপ্যাথি ঔষধ আছে এখানে মাত্র কয়েকটি আলোচনা করা হল —

থুজা :

রোগীর দেহে অর্বুদ বা আঁচিল ফুলকপির মতো ফাঁটা ফাঁটা, খাঁজ কাটা ও শক্ত হলে এক্ষেত্রে  থুজা  অব্যর্থ একটি মহৌষধ ।

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

নাইট্রিক অ্যাসিড :

দুর্গন্ধ রক্তস্রাবী, ফুল কপির ন্যায় আকৃতি । অতি সহজেই রক্তপাত হয় । আদ্র ও শক্ত । সিফিলিটিক অর্বুদের ক্ষেত্রে উপযোগী ।

ক্যালকেরিয়া কার্ব :

আংগুলের পাশে আঁচিল বা অর্বুদ । মূখমন্ডলে, গ্রীবায় এবং শরীরের উপরাংশের সম্পুর্ণ আঁচিল । গন্ডমালা ধাতুগ্রস্থ ব্যক্তি, ঘর্মপ্রবল, হাইড্রোজেনোয়েড ধাতু বিশিষ্ট । মোটা থল থলে মেদ পূর্ণ শীত কাতর রোগীদের ক্ষেত্রে এ ঔষধ কার্যকরী ।

অরাম মিউর :

জিহবায় আঁচিলের শ্রেষ্ঠ ঔষধ । মল দ্বারে ও জননেন্দ্রিয়ের আঁচিলেও উপকারী ।

এসিড নাইট :

গুদ্য দ্বারে, লিংগে, অন্ডকোষে, কুচকুচিতে, চোখের পাতায় । এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ছোট বড় ফুল কপির মত অর্বুদ , স্পর্শে রক্ত পড়ে । #End

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন