শাড়িতেও লুকিয়ে আছে প্রাণ কাড়া ভয়, কীভাবে বোঝালেন চিকিৎসকেরা, দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

women in saree

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শাড়ি পরতে ভালবাসেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। হতে পারে দৈনন্দিন জীবনের দৌড়ে ছুটতে গিয়ে শাড়ি বিশেষ পরা হয়না। কিন্তু তার মানে শাড়ি ভালবাসেন না এমন নারী দূরবীন দিয়ে খুঁজতে হবে।

ভারতীয় নারীর শাড়ির প্রতি এই ভালবাসাতেও এবার চিন্তার ভাঁজ। অন্তত চিকিৎসকেরা যা বলছেন তাতে তো বটেই। মহারাষ্ট্রের ওয়ার্ধার জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ এবং বিহারের মধুবনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা শাড়ি থেকে ক্যানসারের কথা বলছেন।

ইতিমধ্যেই তাঁদের হাতে ২টি এমন ঘটনাও এসেছে। যেখানে ২ জন নারী এমন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শাড়ি পরলেও ক্যানসার হতে পারে! এটা বোধহয় কেউ ভাবতেও পারেননি। চিকিৎসকেরা অবশ্য জানাচ্ছেন যে এর মূল লুকিয়ে আছে আদপে পেটিকোটে।

আরো পড়ুন:- ১ নভেম্বর থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে বড় বদল, জানুন রিজার্ভেশনের নয়া নিয়ম

অনেকে পেটিকোটের দড়ি বেশ শক্ত করে কোমরে বেঁধে নেন। তারপর তার ওপর শাড়ি জড়ান। শাড়ির একটি অংশ পেটিকোটে গুঁজে তবেই শাড়ি পরা সম্ভব।

পেটিকোট শক্ত করে কোমরে বাঁধা থাকলে শাড়িও শক্ত করে বসে যাচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন এই চেপে বাঁধা থেকেই যাবতীয় সমস্যার জন্ম হচ্ছে।

কোমরে একধরনের চর্মরোগ তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে তা ক্রমে এক বিশেষ ধরনের কার্সিনোমার রূপ নিচ্ছে। যাকে বলা হচ্ছে আলসারেটিং স্কিন ক্যানসার।

এমন রোগী তাঁদের কাছে এসেছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। যাঁদের মধ্যে ১ জনের বয়স ৭০ বছর। এভাবে শক্ত করে পেটিকোট বেঁধে শাড়ি পরার পর এঁদের যে চর্মরোগ হয় তা দীর্ঘসময় ধরে সারছিল না।

পরে দেখা যায় সেখানে ক্যানসার বাসা বেঁধেছে। একে শাড়ি ক্যানসার বলা হলেও চিকিৎসকদের একাংশ মনে করছেন যেহেতু পেটিকোটের দড়ি শক্তি করে বাঁধার ফলেই যাবতীয় ঘটনা ঘটছে তাই একে পেটিকোট ক্যানসার বলা উচিত।

আরো পড়ুন:- পৃথিবীর চেয়ে ৫ গুণ বেশি বড়, থাকতে পারবে মানুষও! ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার

আরো পড়ুন :- ইস্তফা না দিলে খুন করার হুমকি বুলডোজার বাবাকে !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন