Bangla News Dunia, Pallab: শীত কালে ঠান্ডা লাগিয়া অনেকের হাত পা ,পায়ের তালু ,ঠোট ,মুখ প্রভৃতি ফাঁটিতে দেখা যায়। ইহা টাটায়, চুলকায়, ব্যাথা করে। পায়ের গোড়ালি বা পায়ের তলা ফেঁটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। এ ধরনের সমস্যাকে বলা হয় ক্র্যাকড হিল। বেশিরভাগ ক্ষেত্রে এধরনের সমস্যায় পড়তে হয় মহিলাদের। এমনকি অনেক সময় জুতা পর্যন্ত পরতে সমস্যা হয়। অনেক সময় রক্ত পর্যন্ত বের হয় এবং চুলকাতে ইচ্ছা করে।সাধারণভাবে পায়েরগোড়ালি বা পায়ের তলা ফেঁটে গেলে সাদা ভ্যাসলিন সকালে ও রাতে লাগালে ভালো হয়।শীতকালে কম বেশি সবার পায়ের গোড়ালি ফাঁটে।
আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
🟨🟩কারণঃ-
পায়ের গোড়ালি ফাঁটা নিজে কোনো রোগ নয় তবে রোগের সূত্রপাত এবং রোগের কারণ এটা বলা যেতেই পারে।যেসব কারণে গোড়ালির ত্বক ফাঁটতে পারে, সেগুলো হলো অতিরিক্ত গরম পানিতে পা বেশি সময় ভিজিয়ে রাখা,পানিশূন্যতা, অতিরিক্ত ঘষাঘষি,ত্বকের শুষ্কতা,অতিরিক্ত ওজন, শক্ত জায়গায় খালি পায়ে দাঁড়িয়ে থাকা ইত্যাদি।পেঁছন খোলা জুতা পরলেও এ সমস্যা বাড়ে।এ ছাড়া শক্ত পুরু চামড়া বা থাইরয়েড ,সোরিয়াসিস, জুভেনাইল প্লান্টার ডারমাটোসিস,এটোপিক ডারমাটোসিস,ডায়াবেটিস রোগীদের ঝুঁকি বেশি।বংশানুক্রমেও এই রোগ দেখা যায়।
🟪🟦উপসর্গঃ-
এটা খুবই সাধারণ একটি সমস্যা মনে হলেও এই থেকে নানা জটিলতা হতে পারে। যেমন: ব্যথা তো হয়ই,অনেক সময় পায়ের নিচের ত্বক ফেটে রক্তক্ষরণ হতে পারে। এই ফাঁটার মধ্য দিয়ে জীবাণু প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে।আর তা থেকে সেলুলাইটিস এমনকি আলসার পর্যন্ত হতে পারে।
#হাত পা ও চামড়া ফাঁটার হোমিওপ্যাথিক চিকিৎসাঃ
💠পেট্রোলিয়মঃ- রুক্ষ মেজাজ হঠাৎ চটিয়া উঠে।শীত কাতর,পায়ের তলা,বগলে দুর্গন্ধ ঘাম।এই ধাতুর রোগীদের শীতকালে গা,হাত,পা ফেটে যায়।শরীর ফাটিয়া ক্ষিরাইর মত দেখা যায়।গ্রীশ্ম বা বর্ষাকাল আসিলেই আস্তে আস্তে উক্ত পীড়া আরোগ্য হইয়া যায়। এই রোগীদের জন্য পেট্রোলিয়াম উপযোগী।
আরো পড়ুন:– Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন
💠গ্রাফাইটিসঃ স্হূলকায় কোষ্ঠবদ্ধ,আশংকা পরায়ন,শীত কাতর এই ধাতুর রোগীদের গা,হাত পা ফাটায় ইহা বিশেষ উপযোগী।যে রোগীর গায়ের চামড়া শুষ্ক, ঘর্মহীন ,যদিও সামান্য ঘর্ম হয় তাহা দূর্গন্ধযুক্ত হয়।শীতকালে চর্মপীড়া দেখা দেয়। #End