শুধু ফ্যাশনের অঙ্গ হিসাবে নয়, ৩ বিপদ এড়াতে বারোমাস চোখে থাক সানগ্লাস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর চোখে সানগ্লাসটা পরে নিলে সাজ সম্পূর্ণ হয়। তবে রোদচশমা শুধু ফ্যাশনের অঙ্গ নয়, বরং চোখ সুরক্ষিত রাখতে একটা আড়াল চাই। চোখের বর্ম হিসাবে সানগ্লাসের জুড়ি মেলা ভার। শীতের রোদে তেমন তেজ থাকে না বলে অনেকেই ঠান্ডায় সানগ্লাস এড়িয়ে চলেন। তবে বিভিন্ন গবেষণা জানাচ্ছে, শীত-গ্রীষ্ম-বর্ষা এই তিন মরসুমেই চোখে রোদচশমা থাকা জরুরি। সানগ্লাস কী কী সমস্যা থেকে চোখ সুরক্ষিত রাখে?

১) সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষিত রাখতে সানগ্লাস পরা বাধ্যতামূলক। সূর্যরশ্মি দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে ৮০ শতাংশ। তাই সারা বছরই সানগ্লাস পরতে পারলে ভাল। এমনকি মেঘলা দিনেও সানগ্লাস পরতে পারলে ভাল।

আরও পড়ুন:– ঠান্ডার আবহেও IPO-র বাজার গরম, দেখুন কোন দিন কোন সংস্থায় লগ্নির সুযোগ মিলবে

২) রোদ মণির ক্ষতি করে। সরাসরি রোদ লেগে চোখের কোষগুলিও নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য চোখের আড়াল দরকার হয়। সানগ্লাস সেই আড়াল হতে পারে। অনেক সময় রোদ থেকে ফিরলে চোখ দিয়ে জল গড়ায়। চোখ লাল হয়ে যায়। সানগ্লাস পরে নিলে এই সমস্যাগুলি হবে না।

৩) রাস্তার ধুলোবালিও চোখের পক্ষে বিপ্পজনক। সেসব থেকে চোখ সুরক্ষিত রাখতেও রোদচশমা পরা প্রয়োজন। চোখে চশমা থাকলে অন্তত এসব অবাঞ্ছিত ধুলোবালি থেকে চোখ নিরাপদে থাকবে।

আরও পড়ুন:– দাবানলের কারণ কী? ট্রাম্প থেকে মাস্ক, কে কোন যুক্তি দিচ্ছেন ?

আরও পড়ুন:– ৪০০ বছর আগে বাড়িতে তৈরি টেলিস্কোপে গ্যালিলিও কিভাবে বৃহস্পতির ৪টি উপগ্রহের সন্ধান পান ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন