Bangla News Dunia : S. Datta Roy – বর্তমানে সারা দেশব্যাপী শুরু হয়েছে আনলক ১ ,আর পাশাপাশি করোনার সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। আক্রান্তের সংখ্যা দেশে এখন ২৫৬৬১১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯৮৩ জন। সূত্রের খবর অনুযায়ী -এই হিসেবের মধ্যে দিল্লি নেই। সেখানে গত ২৪ ঘন্টায় ১২৮২ জন আক্রান্ত হয়েছে। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের ,বর্তমানে দেশের মোট মৃত্যু সংখ্যা ৭২০০।
এই মুহূর্তে মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যায় চীনকে ছাপিয়ে গেছে। সেখানে করোনাতে মৃত্যু হয়েছে ৩০৬০ জনের। আনলক হলে দেশে যে সংক্রমণ বাড়বে এমন আশঙ্কা তো আগেই ছিল ,এখন সেটাই বাস্তবায়িত হয়েছে। সূত্রের খবর ১৫ মে শেষ বৈঠকে পঞ্চম পর্যায়ের লক ডাউনের প্রাথমিক রেকটি রূপরেখা তৈরী করেছিল তারা। শুধু দিল্লিতেই আক্রান্ত ২৮০০০ -এর বেশি ,আর মৃত ৮১২।
ইতিমধ্যেই করোনার লক্ষণ জোর ও গলাব্যথা নিয়ে সেলফ আইসোলেশনে আছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসে দিল্লিতে যার মূল বিষয় হল -রাজধানীতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা সেটা দেখা। শ্রম ও নিয়োগ মন্ত্রকে ১১ জন আধিকারিকের কোভিদ ১৯ রিপোর্ট পজিটিভ হয়েছে। নির্বাচন কমিশনেরও একজনের করোনা পজিটিভ হয়েছে।
Highlights
১. আক্রান্তের সংখ্যা দেশে এখন ২৫৬৬১১ জন।
২. এই মুহূর্তে মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যায় চীনকে ছাপিয়ে গেছে।
৩. আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসে দিল্লিতে যার মূল বিষয় হল -রাজধানীতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা সেটা দেখা।
# করোনা # চিকিৎসা # ভারত