Bangla News Dunia : S. Datta Roy – সারা দেশ জুড়ে টানা ২ মাসের বেশি লকডাউন চলার পরেও করোনা সংক্রমণ হয়েই চলেছে। দিল্লি আইআইটি -র প্রকৃতি কোভিদ ট্রেকারের ধারণা যে এই মাসের ৩ য় সপ্তাহে সংক্রমণ দেশে ১০ লাখের বেশি হয়ে যেতে পারে। রেখাচিত্রের হিসাবে দেখা যাচ্ছে -আর ১৫ দিন পরে সংক্রমণ ৫ লাখ হবে। তারপরে রোজ গড়ে দেড় লাখ মতো সংক্রমণ হতে পারে। পরিসংখ্যান বলছে -জুন মাসের ২১ তারিখ সংক্রমণের সংখ্যা হবে ৬ লাখ ৬ হাজার ৪৫ জন।
আর ২৪ জুন তা ১০ লাখের গন্ডি পেরিয়ে যাবে। প্রকৃতি কোভিদ ট্রেকার এতদিন অবদি যা যা হিসেবে আগাম দিয়েছে নির্দিষ্ট দিনে সেটা মাইল গেছে। বুধবার অবদি সংক্রমণ রোজ ৯ হাজারের মতো ছিল। এই মুহূর্তে প্রতিদিনের সংক্রমণে ভারত বিশ্বে ৩ নম্বর কিন্তু এশিয়াতে প্রথম । ভারতের আগে আছে যথাক্রমে ব্রাজিল ও আমেরিকা। আর মোট সংক্রমণের হিসাবে ভারত বিশ্বে সপ্তম স্থানে। এর মধ্যে মহারাষ্ট্র ,দিল্লি ,মধ্যপ্রদেশ ,তামিলনাড়ু ,গুজরাট ,পশ্চিমবঙ্গ ,উত্তরপ্রদেশ ,রাজস্থান সংক্রমণ চিন্তা বাড়িয়েই চলেছে। কোভিদ ১৯ ট্রেকারের হিসাব অনুযায়ী -বৃহস্পতিবার রাত ৯ তা পর্যন্ত সারা দেশে ২ লাখ ২১ হাজার ২৩৪ জন সংক্রমিত আর মৃত্যু হয়েছে ৬১৭৮ জনের।
চিকিৎসা চলছে ১ লাখ ৮৯৭৭ জনের আর সুস্থ হয়েছে ১ লাখ ৬০৬৭ জন। রাজ্যে মোট সংক্রমিত প্রায় ৭৮ হাজার জন। গত ৪ দিনে রাজ্যে নতুন ১৩৭৫ জনের শরীরে কোভিদ ১৯ -এর ভাইরাস পাওয়া গেছে। দিল্লিতে রোজ দেড় হাজার জনের সংক্রম হচ্ছে।
Highlights
১. পরিসংখ্যান বলছে -জুন মাসের ২১ তারিখ সংক্রমণের সংখ্যা হবে ৬ লাখ ৬ হাজার ৪৫ জন।
২. দিল্লি আইআইটি -র প্রকৃতি কোভিদ ট্রেকারের ধারণা যে এই মাসের ৩ য় সপ্তাহে সংক্রমণ দেশে ১০ লাখের বেশি হয়ে যেতে পারে।
৩. প্রতিদিনের সংক্রমণে ভারত বিশ্বে ৩ নম্বর কিন্তু এশিয়াতে প্রথম।
# কোভিদ ১৯ # ভারত # চিকিৎসা