সংক্রমণ বাড়ছে গ্রামাঞ্চলে ,লজ ও স্কুলও এখন করোনা হসপিটাল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   সারা দেশ তথা রাজ্য জুড়ে টানা ২ মাস লকডাউন চললেও করোনা সংক্রমণ এখনো হয়েই চলেছে ,বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার পর এবং আমফানের পর গ্রামাঞ্চলের সংক্রম বেড়ে গেছে। তাই পরিস্থিতি সামলাতে রাজ্য এবার স্কুল  ও পর্যটক লজকেও কোভিদ ১৯ হসপিটালে পরিণত করছে। রাজ্যে মাত্র ১০ দিনে করোনা আক্রান্ত ডাবল হয়ে গেছে। এমত পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর হসপিটালের বেড বাড়ানো ও জেলায় জেলায় চিকিৎসার কাজ করছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে।

নতুন করে আরও ১১ টি করোনা হসপিটাল চালু হচ্ছে। এর মধ্যে আছে -দার্জিলিংয়ের লামাহাটা ,মালদার মানিকচকের মর্ডান স্কুল ও রামপুরহাটের টুরিস্ট লজ। স্বাস্থ্যসচিব জানান – করোনা আক্রান্তদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না হয় তার ব্যবস্থা করতে রাজ্যের কোভিদ হসপিটালের বেড ১০,০০০ -এর ওপর নিয়ে যাওয়া হচ্ছে এবং টেস্টিং ল্যাবও বাড়ানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের ৩০ % গ্রামের লোক। শহরের চেয়ে গ্রামের চিকিৎসা ব্যবস্থা দুর্বল এটাই এখন চিন্তার কারণ।

রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতাল ,প্রাইভেট ল্যাব ছাড়াও এমআর বাঙুর সহ আরও ৭ টি জেলা হাসপাতাল ও ৫ টি মহকুমা হসপিটালে করোনা টেস্ট হচ্ছে। স্বাস্থ্য সচিব জানায় -১১ টি নতুন কোভিদ হাসপাতাল চালু করা হচ্ছে ,সাগর দত্ত মেডিকেল কলেজকে ৫০০ বেদের কোভিদ হসপিটালে পরিণত করা হচ্ছে ,কলকাতা মেডিকেল কলেজে ৫৮০ বেদের ব্যবস্থা করা হচ্ছে ও ভেন্টিলেটর বাড়ানো হচ্ছে ।

Highlights

১.  রাজ্য এবার স্কুল  ও পর্যটক লজকেও কোভিদ ১৯ হসপিটালে পরিণত করছে।

২.  নতুন করে আরও ১১ টি করোনা হসপিটাল চালু হচ্ছে।

৩.  রাজ্যের কোভিদ হসপিটালের বেড ১০,০০০ -এর ওপর নিয়ে যাওয়া হচ্ছে। 

করোনা   #  চিকিৎসা   #  পশ্চিমবঙ্গ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন