সাধারণ জ্বর ও করোনার মধ্যে তফাৎ বুঝবেন কি করে ? দেখে নিন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বর্ষাকালে গরম আর সঙ্গে বৃষ্টি। কার্যত আবহাওয়ার তারতম্যর জন্য শরীরের উপর প্রভাব ফেলছে। আর বারবার ঠান্ডা গরমে জ্বর ও সর্দি কাশি দেখা দিতে পারে। বর্ষাকালে একাধিক ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয় মানুষ। বর্তমানে সাধারণ ইনফ্লুয়েঞ্জা ও করোনার প্রায় একই উপসর্গ মানুষের শরীরে। আপনি ঠান্ডা লাগিয়েছেন নাকি করোনা আক্রান্ত ?

avilo home

বিশেষজ্ঞদের মতে বেশ কিছু উপসর্গ রয়েছে যা দেখে প্রাথমিকভাবে বোঝা যেতে পারে। দেখুন এক নজরে ——–

১. ডেঙ্গু হলে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়া। ক্লান্তি, বমি বমি ভাব, সঙ্গে শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড ব্যথা।

২. চিকুনগুনিয়ার ক্ষেত্রে শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়া। ঠান্ডা লাগা, ত্বকে ফুসকুড়ি, গাঁটে গাঁটে ব্যথা, দুটি চোখের পিছনের অংশে অসহ্য যন্ত্রণা, তলপেটে ও পেশিতে ব্যথা অনুভব।

৩. ম্যালেরিয়া হলে ধুম জ্বর। মাথা ব্যাথা ও অন্যান্য অংশে বেদনা, খুব ঘাম হবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, ডায়রিয়া ও জন্ডিসের লক্ষণও দেখা দেবে।

cold

৪. সাধারণ ভাইরাল জ্বর হলে তাপমাত্রা কখনও বাড়বে আবার কমে আসবে। প্রচন্ড দুর্বল লাগবে। ডিহাইড্রেশন দেখা দেবে। কিছু খেতে ইচ্ছা করবে না।

৫. করোনায় আক্রান্ত হলে স্বাদ ও গন্ধ হারবেন। শুকনো কাশি ও জ্বর জ্বর ভাব। শ্বাস নেওয়া সমস্যা হবে। প্রচন্ড ক্লান্তি ঘিরে ধরবে। সব সময় মনে হবে ঘুম পাচ্ছে। কিছু ক্ষেত্রে গলায় ব্যথা হতে পারে। আবার পাতলা পায়খানা হবে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন