সাবধান করোনা ভাইরাসের পর এবার কলকাতায় এডিনো ভাইরাসের প্রকোপ।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- চীনের করোনা ভাইরাসের প্রকোপ সবাই দেখছে আর আবার এক নতুন ভাইরাস দেখা গেলো কলকাতায়। এই ভাইরাসের নাম এডিনো ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তির সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যান্য ভাইরাসের মতো এই ভাইরাস থেকে সব চেয়ে ভয় বাচ্চা ও বয়স্কদের। কলকাতায় বিভিন্ন হাসপাতালে এই রোগের রোগীর সংখ্যা বাড়ছে।

এই রোগের উপশম গুলি হলো সর্দি। , কাশি , চোখ জ্বালা ,চোখ লাল হয়ে যাওয়া , জ্বর , ডায়রিয়া , ফুসফুস ও কানের সংক্রমণ ইত্যাদি। এই রোগে সব চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বাচ্চারা। বাচ্চাদের বিভিন্ন ভেন্টিলেশনে রাখা হচ্ছে। তবে এই রোগে আক্রান্ত দের চিকিৎসা করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

এই রোগের থেকে বাঁচতে হাত না ধুয়ে মুখে ,চোখে কানে হাত দেবেন না। বেশি করে জল খাবেন। একটু সর্দি জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিন। কোনো ভাবেই গাফিলতি করবেন না।

[ আরো পড়ুন :- একি করলেন অভিনেত্রী নিজের বাথ টবের ফটো পোষ্ট করে নেট দুনিয়ায় ভাইরাল হলেন।]

Bangla news dunia Desk

মন্তব্য করুন