Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা দেশে রেকর্ড ভাঙলো করোনা সংক্রমন ! অতীতের সব রেকর্ড ভেঙে দেশে এক দিনে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৭২৮ জন।
এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৭৩২ জন। শনাক্তের দিক থেকে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সকল দেশকে ছড়িয়ে প্রথম স্থানে রয়েছে ভারত। আর নতুন করে এক দিনে মৃতের সংখ্যা ২ হাজার ১০২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ৩১৬ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৯৬ হাজার ৩১০ জন। এক দিনে সর্বোচ্চ শনাক্তের দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। ২৪ ঘণ্টায় নতুন করে মৃতের সংখ্যা ৭৮৯ জন।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য বলছে, গত ৪ এপ্রিল থেকে ভারতে নতুন শনাক্তের সংখ্যা ১ লাখে উঠলেও প্রথমবারের মতো বুধবার ৩ লাখ ছাড়াল নতুন করোনা শনাক্ত। গত ১৭ দিনে শনাক্তের হার ৬ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার ৩৭১ জন। আর সর্ব মোট করোনা টেস্ট করা হয়েছে ২৭ কোটি ১০ লাখ ৫৩ হাজারেরও বেশি ভারতীয় নাগরিকের।
আরো পড়ুন :- ভ্যাকসিন উৎপাদন নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলো সরকার
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৪৬৮ জন। যেখানে দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ২৪ হাজার ৬৩৮ জন।
Highlights
1. সারা দেশে রেকর্ড ভাঙলো করোনা সংক্রমন !
#COVID #LOCKDOWN