Bangla News Dunia, Pallab : দুর্গন্ধ বা পচন সহ স্নায়ু জনিত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য বায়োকেমিক ঔষধ কেলি ফস :-
আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে
দুর্গন্ধযুক্ত বিভিন্ন শারীরিক সমস্যা ও রোগের ক্ষেত্রে কেলি ফস (Kali Phos) 6X, 12X, 30X কার্যকর হতে পারে। নিম্নলিখিত উপসর্গ গুলো থাকলে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে—
আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !
1. মুখ ও শ্বাসে দুর্গন্ধ,
2. ভয় বা শোকজনিত দুর্গন্ধযুক্ত পচা মল,
3. ক্ষত থেকে দুর্গন্ধময় নিঃসরণ,
4. রক্ত দূষিত হয়ে দুর্গন্ধ সৃষ্টি হলে,
5. পচা দুর্গন্ধযুক্ত আমাশয়,
6. দুর্গন্ধযুক্ত কফ বা শ্লেষ্মা নিঃসরণ,
7. মুখের ক্ষত থেকে দুর্গন্ধ (ক্যাঙ্কাম অরিস),
8. গলাতে পচনশীল দুর্গন্ধ যুক্ত ক্ষত,
9. দুর্গন্ধযুক্ত, মলয়াবর্ণ ও রক্ত মিশ্রিত পুঁজ,
10. পচা দুর্গন্ধযুক্ত মল ও রক্ত আমাশয় ।
মাত্রা: 6X, 12X বা 30X বা 200 , 30 শক্তিতে প্রয়োগ করা যেতে পারে, তবে প্রয়োগের উপযুক্ত মাত্রা নির্ধারণের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
আরও পড়ুন : নিম গাছে মিষ্টি রস, হাঁড়ি–কড়াই নিয়ে ছুট হাঁড়িপুকুরে, জানতে বিস্তারিত পড়ুন