Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হাওয়ায় উড়ে কতদূর যেতে পারে করোনা ভাইরাস ? করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন ত্রস্ত গোটা দেশ তখন হাওয়ায় ছড়াতে পারে করোনা ভাইরাস বলে বিভিন্ন তথ্য উঠে আসছে। হাওয়ায় উড়ে কত দূর যেতে পারে করোনাভাইরাস ? কতক্ষণের মধ্যে ছড়ায় সেই সংক্রমণ ? এই বিষয়ে বিভিন্ন স্বাস্থ্যকর্তা ও চিকিৎসকরা জানাচ্ছেন করোনা সংক্রমণ হয় মূলত নাক-মুখ বা চোখের মাধ্যমে।
আর সংক্রমিত ব্যক্তির খুব কাছে এলে তাঁর মুখ বা নাক থেকে ছিটে আসা সামান্য কয়েকটা ফোঁটাও ছড়াতে পারে করোনা সংক্রমণ। ফলে অন্তত ২ মিটার বা ৬ থেকে ৭ ফুট দূরে রোগীর থেকে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। নাহলে করোনা রুগীর শরীর থেকে ভাইরাস ঢুকে পড়তে পারে সুস্থ শরীরে। সেই শরীরে দেখা দিতে পারে মাথা ব্যথা, জ্বর, কাশির মতো উপসর্গ। উপসর্গ না থাকলেও সংক্রমিত হতে পারেন বলে মত চিকিৎসকেদের। সেই কারণেই ২ মিটার দূরত্ব রেখে চলাফেরা করার পাশাপাশি মাস্ক খুব জরুরি।
আরো পড়ুন :- করোনা রুখতে নয়া অস্ত্র ভারতের হাতে ! বিস্তারিত পড়ুন
বিজ্ঞানীরা জানাচ্ছেন, হাওয়ায় থাকলেও করোনা ভাইরাস বেশি দূর পর্যন্ত এগোতে পারে না। সংক্রমিতের শরীর থেকে বেরিয়ে ২ মিটারের মধ্যেই ঘোরাফেরা করে। পরে নীচে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরেও ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে ভাইরাস। তার পরে নিষ্ক্রিয় হয়ে যায় আর সেই কারণেই কোথাও হাত দিলে বারবার সাবান অথবা স্যানিটাইজার ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা।
#COVID #MASK
সকলের কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন