হৃদরোগের ঝুঁকি আছে আপনার? হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কবে? দিন গুণে বলে দেবে AI

By Bangla News Dunia Rajib

Published on:

heart

Bangla News Dunia , Rajib : হৃদরোগের ঝুঁকি আছে আপনার? কতদিন পরে আঘাত হানতে পারে মৃত্যু? এই জবাব এখন দিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। একটি বিশেষ AI টুল ব্যবহার করে এই পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে একটি গবেষণায়। ল্যান্সেট ডিজ়িটাল হেলথে (Lancet Digital Health) প্রকাশিত হয়েছে সেই গবেষণা পত্রটি। সেখানে জানানো হয়েছে AI-এর সাহায্য নিয়ে হওয়া ECG-এর সাহায্যে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর ঝুঁকি মাপা যাবে। যদিও এই পরিকাঠামো এখনও প্রতিদিনের চিকিৎসা পরিষেবায় ব্যবহার করা হচ্ছে না।

কী নাম এই প্রযুক্তির?

এই প্রযুক্তির নাম AI-ECG Risk Estimator (AIRE)। এর আগে AI-ECG-এর যে যে সুবিধা পাওয়া যেত না, নতুন এই টুলে সেগুলি আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।

কী ভাবে কাজ করবে এই প্রযুক্তি?

গবেষকরা জানিয়েছেন, ১ লক্ষ ৮৯ হাজার ৫৩৯ জন রোগীর ১.১৬ মিলিয়ন ইসিজির রিপোর্টের তথ্যভাণ্ডারের মাধ্যমে AIRE টুলকে শেখানো হয়েছে। গবেষকরা দাবি করেছেন, এই প্রযুক্তি অন্তত ৭৬ শতাংশ ক্ষেত্রে ভবিষ্য়তে হতে চলা Heart rhythm সংক্রান্ত সমস্যা বুঝতে পারছে। অন্যদিকে ১০টির মধ্যে ৭টি ক্ষেত্রেই ধমনী সরু হয়ে রক্ত চলাচল সংক্রান্ত সমস্যা আগেভাগে বুঝতে পারছে। এই টুলকে ইতিমধ্যেই AI Death Calculator -বলেও ডাকা হচ্ছে।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

গবেষকরা জানাচ্ছেন, এখন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারের চোখেও যে বিপদের আশঙ্কা এড়িয়ে যেতে পারে, এই AIRE সেটাও বুঝে সতর্ক করতে পারবে। হৃদরোগ সংক্রান্ত সমস্য়া বা ঝুঁকির কথা আগেভাগে জানতে পারলে তা ঠেকানো অনেক সহজ হবে।

UK-এর ন্যাশনাল হেলথ সার্ভিসের অধীনে ২টি হাসপাতালে ট্রায়াল চলবে AIRE-এর। ২০২৫ সালের মাঝামাঝি থেকে শুরু হবে এটি। গবেষকরা মনে করছেন, আগামী পাঁচ বছরের মধ্যে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে এই টুল সার্বিকভাবে ব্যবহার করা হতে পারে। Daily Mail-এর প্রতিবেদন অনুযায়ী, UK-এর ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ারের হৃদরোগ বিশেষজ্ঞ ফু সিয়ং বলেছেন, ‘হাসপাতালে যত রোগীর ইসিজি হবে তাঁদের সবাইকে এই মডেলের মধ্যে ফেলাই লক্ষ্য রয়েছে। এর ফলে ঝুঁকির পুরোটা আমাদের নজরে আসবে। আমরা রোগ আটকানোর জন্য দ্রুত পদক্ষেপ করতে পারব।’

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

রয়েছে সীমাবদ্ধতাও

AI সাধারণত তার উপরেই বিশ্লেষণ করে যে তথ্য দিয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই তথ্যভাণ্ডারে কোনও সমস্যা থাকলে পরে ফলাফলেও সমস্যা দেখা যায়। তাছাড়া, এই এআই টুল কোনও ব্যক্তির বয়স, জীবনযাপন, শারীরিক পরিস্থিতির তথ্য ইত্যাদির উপর বিশ্লেষণ করবে। এর ফলে আচমকা অসুস্থতা, চিকিৎসা পরিষেবার পরিস্থিতি এবং আনুষাঙ্গিক অনেক বিষয়েই এর বাইরে থাকবে।

ইদানিং নানা ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্য়বহার বেড়ে চলেছে। বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে এর ব্যবহার নানা ভাবেই হচ্ছে। সেই তালিকায় যুক্ত হল এই মডেলও।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন