১০ দিনেই ১ কোটি ! ১৩ কোটি করোনা টেস্ট ভারতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ১০ দিনেই ১ কোটি ! ভারতে মোট কোভিড-১৯ সংখ্যা ১৩ কোটি ছাড়িয়ে গেল। তার মধ্যে শেষ ১০ দিনেই ১ কোটির উপর টেস্ট হয়েছে। এই দিন ট্যুইট করে এই সাফল্যের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই অবধি ১৩ কোটি ৬ লক্ষ ৫৭ হাজার ৮০৮ টেস্ট সম্পন্ন হয়েছে। ভারতের মোট জনসংখ্যার প্রায় এক-দশমাংশ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১০ লক্ষ ৬৬ হাজার ২২টি করোনার নমুনার টেস্ট হয়েছে।

Corona Test

প্রসঙ্গত করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশটির নাম হল ভারত। আমেরিকার পরেই অবস্থান ভারতের। যদিও করোনাতে মৃত্যুর হার অন্যান্য অনেক দেশের তুলনায় অনেকটাই কম। সারা বিশ্বে সংক্রমণের শীর্ষে থাকা আমেরিকায় ১৭ কোটির উপর টেস্ট হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী , শুক্রবারের তুলনায় শনিবার সংক্রমণের হার বেড়েছে ০.৭ শতাংশ। সবমিলিয়ে ভারতে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৫০ হাজার ৫৯৮ জন। ভারতে করোনাতে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৭৪৭ জন।

আরো পড়ুন :- এগুলি থেকেই করোনা সংক্রমণের ভয় সবচেয়ে বেশি ! তাই সাবধান

করোনা কিছু জায়গায় মাথাচাড়া দেওয়ায় ফের আংশিক লকডাউনের পথেই ভারত ! যেমন দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাতে নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গুজরাতের অহমদাবাদ,সুরত, রাজকোট ও বডোদরা শহরে ফের রাতে কারফিউ জারি হয়েছে। মুম্বইয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ। কিছু শহরে নতুন করে রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ। কোরোনার ঢেউ ঠেকাতে তৈরী ভারত।

Highlights

1. ১০ দিনেই ১ কোটি ! 

2. কোরোনার ঢেউ ঠেকাতে তৈরী ভারত

#COVID #TEST

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন