১০ মিনিটে অ্যাম্বুল্যান্স, তাক লাগানো পরিষেবা চালু করল ‘ব্লিঙ্কইট’, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘কুইক কমার্স’ খাতে জ়েপ্টো (Zepto) এবং ইনস্টামার্টের (Instamart) প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলে দিল ব্লিঙ্কইট (Blinkit)। ঠিক যেভাবে মিনিট দশেকের মধ্যে দরজায় দরজায় চাল-ডাল-সবজি থেকে ইলেকট্রনিক গুডস – প্রয়োজনীয় অনেক কিছু পৌঁছে দেয় তারা, ঠিক সেভাবেই এবার ১০ মিনিটের মধ্যে বাড়ি বাড়ি অ্যাম্বুল্যান্স পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু করল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ব্লিঙ্কইটের সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা অলবিন্দর ধিন্দসা এই পরিষেবা চালুর কথা ঘোষণা করেছেন। প্রথম পর্যায়ে শুধুমাত্র গুরুগ্রাম থেকে শুরু হয়েছে তাদের এই ‘ব়্যাপিড-রেসপন্স অ্যাম্বুল্যান্স সার্ভিস’।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘১০ মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্স। আমরা শহুরে এলাকায় দ্রুত এবং নির্ভরযোগ্য অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানের দিকে আমাদের প্রথম পদক্ষেপ করলাম। আজ থেকে প্রথম পাঁচটি অ্যাম্বুল্যান্সকে গুরুগ্রামের রাস্তায় দেখা যাবে। আমরা আরও এলাকায় পরিষেবাটি এগিয়ে নিয়ে যাব। সেই সময় আপনারা ব্লিঙ্কইট অ্যাপের মাধ্যমে একটি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স বুক করার বিকল্প দেখতে পাবেন।’

আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?

প্রতিটি অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (AEDs), স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন এবং গুরুত্বপূর্ণ জরুরী ওষুধপত্র-সহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকছে। এ ছাড়া ব্লিঙ্কইটের অ্যাম্বুল্যান্সে একজন প্রশিক্ষিত প্যারামেডিক, একজন সহকারি এবং একজন ড্রাইভার থাকবেন। জরুরী অবস্থায় তাদের অ্যাম্বুল্যান্সে সর্বোচ্চ পরিচর্যা পাওয়া যাবে বলে দাবি করেছে ব্লিঙ্কইট।

সংস্থার আরও দাবি, গ্রাহকদের জন্য এই পরিষেবাকে সাশ্রয়ী করতে, অলাভজনক ব্যবসায়িক মডেল হিসেবে এই পরিষেবার নকশা করেছে তারা। অর্থাৎ, এই পরিষেবা থেকে ব্লিঙ্কইট কোনও লাভ রাখবে না। আগামী দুই বছরের মধ্যে ভারতের প্রধান প্রধান শহরগুলিতে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে সংস্থাটি।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন