Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আজ সারা দেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী। প্রায় সকল হিন্দু পরিবারেই এদিন শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। তাতে যেমন পূণ্য অর্জন হয়, তেমনই জীবন থেকে দূর হয় বহু ধরনের অশান্তি। কিন্তু জানেন কি, এই জন্মাষ্টমীতে বিশেষ কিছু উপাচার আপনার অর্থকষ্ট দূর করতে পারে। তবে চলুন সেই উপাচার গুলি দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
এই উপাচার গুলির মধ্যে অন্যতম হল বাঁশির উপাচার। বাঁশি শ্রকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শাস্ত্রে কথিত আছে, শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, সকলেই সম্মোহিত হয়ে যেতেন। তাই অনেকেই মনে করেন, বাড়িতে বাঁশি রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই আপনি বাড়িতে বাঁশি রাখতে পারেন।
বর্তমানে বাজারে বহু ধরনের বাঁশি কিনতে পাওয়া যায় শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য। কাঠ, বাঁশ, চন্দন, পিতল, এমনকী সোনা ও রূপার বাঁশিও পাওয়া যায়। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে রুপোর বা বাঁশের বাঁশি নিবেদন করা উচিত।
অনেকেই এই দিনে ভগবান কৃষ্ণকে রুপোর তৈরি বাঁশি নিবেদন করে থাকেন। এতে অর্থকষ্ট দূর হতে পারে ভগবানের কৃপায়। এমনকি চাকরি ও ব্যবসায় আলাদা সুবিধা পেতে পারেন আপনি।
বাঁশি শ্রীকৃষ্ণের শুভ প্রতীক হিসেবে মনে করা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে রুপোর বাঁশি বা বাঁশের বাঁশি নিবেদন করা উচিত। বিশ্বাস করা হয় যে , এতে জীবনের চলার পথ মসৃণ হয়। জীবনের সব বাধা কেটে যায় এবং পারিবারিক অর্থসংকট কেটে যায়।
আজ জন্মাষ্টমীর পূণ্য তিথিতে ভগবান শ্রকৃষ্ণকে বাঁশি নিবেদন কারর পরে সেটি ঠাকুরের আসনে যত্ন করে রেখে দিন। পরবর্তী সময়ে নিয়মিত সেটি পুজো করুন। নিষ্ঠাভরে এই কাজ করলে আপনার অর্থ সংকট কেটে যাবে। শুধু অর্থকষ্টই নয়, এর ফলে কেটে যেতে পারে জীবনের আর নানা ধরনের বাধা বিপত্তিও। এছাড়া এই দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক নিবেদন করতে পারেন।
আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)