Domkal murder case | পুলিশের জালে খুনে অভিযুক্ত পলাতক তৃণমূল নেতা, কঠোর সাজা দাবি মৃতের পরিবারের   

By Bangla News Dunia Dinesh

Published on:

ডোমকল: দীর্ঘ কয়েক বছর ধরে ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা দিলেন খুনে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি তাহিরউদ্দিন মণ্ডল। খবর চাউর হতেই সোমবার শোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের ডোমকল মহকুমা জুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সাল নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয় ধৃত এই তৃণমূল নেতা তাহেরউদ্দিন মণ্ডল। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন এই তৃণমূল নেতা। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের পুলিশের একটি টিম কলকাতাতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আনতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে খবর, ওই খুনের ঘটনায় মোট ১২ জনের নামে অভিযোগ দায়ের হয়। যার মধ্যে ৮ জন অভিযুক্ত আগেই আদালতে আত্মসমর্পণ করে। বাকিদের পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও তাহেরউদ্দিন এতদিন ধরে পালিয়ে বেরাচ্ছিল। যদিও ওই ঘটনার পরে স্থানীয় মানুষদের চাপে পড়ে তৃণমূল নেতৃত্ব তাহিরউদ্দিন মণ্ডলকে ব্লক সভাপতির পদ থেকে অপসারণ করে। এখন দেখার শেষ পর্যন্ত তাহিরউদ্দিনের কী সাজা হয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন