Donald Trump | ‘শান্তির প্রেসিডেন্ট’! ইঙ্গিতপূর্ণ পোস্ট হোয়াইট হাউসের, তবে কি নোবেল পাচ্ছেন ট্রাম্প?

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিভিন্ন দেশের মধ্যে সংঘাত থামানোর জন্য তাঁর নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) পাওয়া উচিত বলে একাধিকবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবারই গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইজরায়েল ও হামাস রাজি হয়েছে বলেও ঘোষণা করেছেন তিনি। এদিকে, আগামী শুক্রবার ঘোষণা হতে চলেছে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম। আর এই আবহেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হল হোয়াইট হাউসের তরফে (White House)। তাতে ট্রাম্পের একটি ছবি পোস্ট করে তাঁকে ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট (Peace President) বলে সম্বোধন করা হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি। যার মধ্যে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা চারদিনের সংঘর্ষও রয়েছে। যদিও ট্রাম্পের এই দাবি প্রথম থেকেই অস্বীকার করেছে নয়াদিল্লি। নোবেল প্রাপ্তির সম্ভাবনা বুধবার মুখ খুলেছেন খোদ ট্রাম্পও। তিনি বলেন, ‘আমার কোনও ধারণা নেই… মার্কো আপনাদের ব্যাখ্যা করতে পারবেন যে কীভাবে আমরা সাতটি যুদ্ধ থাময়েছি। আমরা অষ্টম যুদ্ধ থামানোর মীমাংসার কাছাকাছি রয়েছি। খুব শীঘ্রই আমরা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধেরও মীমাংসা করব। আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধের মীমাংসা করতে পেরেছে।’

কিন্তু এরপরই ট্রাম্পের সংযোজন, ‘তবে সম্ভবত ওরা (নোবেল কমিটি) আমাকে এটি না দেওয়ার কোনও কারণ খুঁজে নেবেই।’ যদিও নোবেল কমিটির প্রতি এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ওরা (নোবেল কমিটি) আমায় নোবেল শান্তি পুরস্কার দেবে না। কারণ, এটা কেবল উদারপন্থীদের দেওয়া হয়।’

উল্লেখ্য, বেশ কয়েকজন বিশ্বনেতাও ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এর মধ্যে রয়েছে পাকিস্তানও।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন