উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এই বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে পূর্বসূরি বারাক ওবামাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেছেন যে, ওবামা “কিছুই না করে” পুরস্কার পেয়েছেন এবং দেশের ক্ষতি করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ওবামা “ভালো প্রেসিডেন্ট ছিলেন না।”
বৃহস্পতিবার অসলোতে যখন নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হওয়ার কথা, ঠিক তার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন। তিনি গাজায় শান্তি স্থাপন এবং “আটটি যুদ্ধের” অবসান ঘটানোর মতো সাফল্যের কথা বললেও, পুরস্কারের পেছনে ছোটার প্রেরণা তাঁর নেই বলেই এদিন দাবি করেন তিনি।
মাত্র কয়েক মাস প্রেসিডেন্ট থাকার পরই বারাক ওবামা কীভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেন, তা নিয়ে ট্রাম্প প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, “ওবামা এটা পেয়েছিলেন কিছুই না করে। তিনি নির্বাচিত হয়েছিলেন, আর তাঁকে পুরস্কার দেওয়া হল। কীসের জন্য তা তিনি নিজেও জানতেন না। তাঁকে পুরস্কার দেওয়া হল, কারণ তিনি আমাদের দেশকে ধ্বংস ছাড়া আর কিছুই করেননি।”
প্রসঙ্গত, ওবামা তাঁর দায়িত্ব গ্রহণের মাত্র আট মাস পরে, ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটি তাঁর এই পুরস্কার প্রাপ্তির কারণ হিসেবে “আন্তর্জাতিক কূটনীতি এবং জনগণের মধ্যে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রচেষ্টার” কথা উল্লেখ করেছিল।