উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গাজায় শান্তি স্থাপনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে রক্তের বন্যা বইবে, ইজরায়েল ও হামাসকে এভাবেই সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে সোমবার মিশরে আলোচনায় বসতে চলেছে ইজরায়েল ও হামাস। এমন পরিস্থিতি এদিন ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ওই মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, ‘শান্তি স্থাপনের জন্য আমি সকলকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি। আমাকে বলা হয়েছে প্রথম দফার শান্তি আলোচনা এ সপ্তাহেই সম্পন্ন হবে। আমি সংঘাতের উপর নজর রাখছি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হলে ব্যাপক রক্তপাত হবে। এটা কেউ চায় না।’
রিপাবলিকান নেতার মতে, ‘গাজায় শান্তি স্থাপনে ইতিমধ্যে হামাস সহ বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। পণবন্দিদের মুক্তি, গাজায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সোমবার মিশরে বৈঠক হবে।’
কয়েকদিন আগেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন ট্রাম্প। অন্যদিকে, বাকি পণবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে তাঁর প্রস্তাবে রাজি হয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া বেশিরভাগ প্রস্তাব মেনে নিতেও সম্মত হয় তারা। যদিও তার পরও নেতানিয়াহুর বাহিনী শনিবার ভোর থেকে গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে। গোলাবর্ষণে ৭ জনের মৃত্যু হয়েছে। সেকারণে শান্তি আলোচনা আদতে কতটা ফলপ্রসূ হয়, সেদিকে নজর বিশ্বের।