হিন্দুদের সংখ্যা নিয়ে ভাবতে হবে এ কথা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিন্দুদের মধ্যে জন্মদানের হার কমে যাচ্ছে। হিন্দু দম্পতিদের এক সন্তানে সীমাবদ্ধ না থেকে অন্তত দুই থেকে তিনটি সন্তান নেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে উপস্থিত থেকে এ কথা গুলো বলতে দেখা যায়। এদিন তিনি দাবি করেন রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে জন্মহার অস্বাভাবিকভাবে বেশি হলেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে জন্মহার তুলনামূলকভাবে অনেক কমছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই কমার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। হিন্দু সমাজে সন্তান সংখ্যা না বাড়লে ভবিষ্যতে ঘরবাড়ি ও সম্পত্তি দেখভালের মতো মানুষ থাকবে না।
এ ছাড়া তিনি আরও বলেন, আমরা মুসলিমদের বলি, যেন তারা সাত-আটটি সন্তান না নেয়। আর হিন্দুদের বলবো, হিন্দু দম্পতিরা অন্তত দু’টি সন্তান নেয় এবং যাঁরা পারবে, তিনটি সন্তানও নিবেন।
উল্লেখ্য, ২০২৭ সালে রাজ্যে মুসলিমদের জনসংখ্যা ৪০ শতাংশ হয়ে যেতে পারে বলে দাবি করেন তিনি। উদাহরণ হিসেবে বলেন আসামে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ শতাংশ, যা ২০১১ সালের মধ্যে বেড়ে দাঁড়ায় ৩১ শতাংশে। এই মুহূর্তে হিন্দুরা দুটো তিনটে সন্তান না নিলে আগামী কয়েক বছরে হিন্দুদের জনসংখ্যা ৩৫ শতাংশের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করছেন।






