জঙ্গিপুর: পাচারের আগেই পুলিশের জালে কোটি টাকা মূল্যের মাদক হেরোইন সহ দুই পাচারকারী। শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত মালদা লাগোয়া শংকরপুর এলাকা থেকে এই মাদক উদ্ধার করে পুলিশ। এই মাদক মালদা থেকে মুর্শিদাবাদে পাচারের পথে পুলিশ উদ্ধার করে।
জানা গিয়েছে, ব্লু প্রিন্ট বানিয়ে পুলিশ শংকরপুর এলাকা থেকে জামাল ও অসীম শেখকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে মালদা থেকে আসা ওই কারবারীদের কাছ থেকে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ১৬৮৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। উৎসবের মুখে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়াকে ঘিরে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ করেছে প্রশাসনের। ধৃতদের ৭ দিনে পুলিশ হেপাজত চেয়ে বিশেষ এনডিপিএস আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেপাজতের নির্দেশ মঞ্জুর করেন।
ফরাক্কার এসডিপিও শামসুদ্দিন বলেন, এই বিপুল পরিমাণ মাদক চোরা পথে উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদে পাচারের পথে উদ্ধার হয়েছে। দুই পাচারকারীকে গ্রেপ্তার করে হেপাজতে নেওয়া হয়েছে। তদন্ত করা হচ্ছে”।