Durga Puja 2025 | ইউনূসের আদলে দুর্গার অসুর, মুণ্ড মালায় শেহবাজ! নজর কেড়েছে বহরমপুরের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজো     

By Bangla News Dunia Dinesh

Published on:

বহরমপুর: তিলোত্তমা থেকে শুরু করে জেলা সদর শহর মুর্শিদাবাদ  বহরমপুরে নবমীর সন্ধ্যায় উপচে পড়ছে ভিড়। একদিকে যখন কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা ভারতীয় জাতীয়তাবাদের নিদর্শন তুলে দর্শকদের মন কাড়ছে, তারই মাঝে ইন্দো-বাংলা সীমান্ত ঘেঁষা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের ৮৩ তম বর্ষে এবারে নবমীর সন্ধ্যায় দুর্গাপুজোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের আদলে তৈরি করা অসুর বধ থেকে শুরু করে দশভূজা, হাতের মুণ্ড মালায় ঝুলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুণ্ড! এমন থিম দেখতে ভিড় উপচে পড়ছে দর্শনার্থীদের। রীতিমত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা উৎসাহী হয়ে প্রতিমা শিল্পী থেকে শুরু করে আয়োজকদের এমন ভাবনার তারিফ করছেন দরাজ কণ্ঠে। প্রতিমা শিল্পী অসীম পালও উচ্ছ্বসিত দর্শকদের প্রশংসা পেয়ে। দর্শনার্থীরা বলেন, “চিরাচরিত থিমের পাশাপাশি নতুন কিছু দেখতে পেলাম। শিল্পীর কাজের নিপুনতা দারুণ ভাবে প্রকাশ পেয়েছে।”

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন