উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার বিকেলে রেড রোডে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। এই কার্নিভালে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ আলোকিত করে রেখেছেন একঝাঁক সেলিব্রিটি থেকে বিশিষ্ট অতিথি। রয়েছেন তৃণমূলের সাংসদ বিধায়করাও। মঞ্চে অভিনেতা-অভিনেত্রী এবং দলের মহিলা সাংসদ-বিধায়কদের সঙ্গে নৃত্য পরিবেশন মুখ্যমন্ত্রী মমতার।
২০১৬ সালে কলকাতায় দুর্গাপূজা কার্নিভালের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার কারণে একবছর বন্ধ ছিল। এবছর নবমতম কার্নিভাল। এবারের কার্নিভালে যোগ দিয়েছেন শতাধিক পুজো কমিটি। রাজ্যের জেলাগুলিতে গতকালই শেষ হয়েছে পুজো কার্নিভাল। আর আজ কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে এই বিগ ইভেন্ট। এদিন কার্নিভাল শুরুর পর মঞ্চে একঝাঁক শিল্পিদের সঙ্গে গানের তালে কোমর দোলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়-ডুয়ার্স। এই বিপর্যয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০জন। আহত বহু। এখনও নিখোঁজ বহু মানুষ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তরাই-ডুয়ার্সের বহু এলাকায়। জলের তোড়ে ভেঙে গিয়েছে একাধিক সেতু। বন্যপ্রাণীরা জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় নিচ্ছে। পাহাড়ে আটকে গিয়েছে বহু পর্যটক। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পুজো কার্নিভাল নিয়ে সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি করেন, দুর্গা পুজোর কার্নিভাল ছেড়ে এখনই রাজ্য প্রশাসনের উত্তরবঙ্গে যাওয়া উচিত। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ করার জন্য রাজ্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি৷
একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, ‘২১ জনের মৃত্যু হয়েছে৷ মিরিকে মৃত্যু মিছিল হয়েছে৷ আর সরকারি টাকায় কার্নিভাল হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারই তো যা করার করছে৷ এনডিআরএফ না থাকলে কে বাঁচাত? মৃতদেহ উদ্ধার থেকে শুরু করে আটকে পড়া মানুষকে উদ্ধার করা, এনডিআরএফ এবং আইটিবিপি-ই যা করার করছে৷ পাহাড়ে প্রশাসন বলে কিছু নেই৷’ কার্নিভাল স্থগিত রেখে মুখ্যমন্ত্রীর আজই উত্তরবঙ্গে যাওয়া উচিত বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও৷