দেবী দূর্গার আগমন-গমনের ক্ষেত্রে কোন বাহন কিসের প্রতীক ? জানুন অজানা তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

delhi-puja_cooperative-06.10-696x437

Bangla News Dunia , পল্লব : বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। গোটা বিশ্বের বাঙালি জাকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে।

আরো পড়ুন :- দিদিমণিকে মাংসের দোকান খোলার পরামর্শ অধীরের ! আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ

২০২৪ সালে দেবী দুর্গার আগমন- গমন —

এই বছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মড়ক এবং গমন ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। ফলে এটি অশুভ ইঙ্গিত।

কোন বাহন কিসের প্রতীক ?

দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক।

নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।

গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।

ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। #End

আরো পড়ুন :- ‘নবান্ন-কালীঘাট-লালবাজার অভিযান একসঙ্গে,’ কারা করবে অভিযান ? তবে স্পষ্ট করলেন না শুভেন্দু

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

 

 

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন