উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরে ওডিশার ডাক্তারি ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনায় এবার গ্রেপ্তার দুর্গাপুর পুরনিগমের এক অস্থায়ী কর্মী। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম নাসিরউদ্দিন শেখ। শুক্রবার রাতের ওই ঘটনায় তার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে জেরা করেন তদন্তকারীরা। সোমবার নাসিরউদ্দিনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে এনিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এখনও অধরা একজন।
গত শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ খাবার কিনতে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। সেই সময়ই পরাণগঞ্জে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই তোলপাড় হয় গোটা রাজ্য। সেই রাতেই এই ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তদের মধ্যে তিনজনকে। ধৃতদের ১০ দিনের হেপাজতে নিয়েছে পুলিশ।
এই ঘটনায় রবিবার রাতে দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখকে আটক করে পুলিশ। রাতভর টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। প্রাথমিকভাবে তাকেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। আজ নাসিরউদ্দিনকে তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে। এই ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তার মধ্যে চারজন গ্রেপ্তার হলেও এখনও অধরা ১।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ঘটনায় ধৃতদের সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে। পুলিশ তার প্রস্তুতি নিচ্ছে। গ্রেপ্তার করা না হলেও নিরাপত্তা ও তদন্তের স্বার্থে এখনও আটক রয়েছেন নির্যাতিতার বন্ধু-সহপাঠী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, ঘটনার খবর পেয়েই ওডিশা থেকে চলে এসেছেন নির্যাতিতার বাবা-মা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তরুণীর বাবা জানান, পশ্চিমবঙ্গে তিনি সুরক্ষিত বোধ করছেন না। কন্যাকে নিয়ে ওডিশায় চলে যেতে চান।
এদিন সকালে দুর্গাপুরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি করেন, “ধৃত নাসিরুদ্দিন তৃনমুল কংগ্রেসের নেতা। তাই আমার আর বলতে বাধা নেই যে, এই ঘটনার সঙ্গে রাজ্যের শাসক দলের কোন না কোন দিক থেকে যোগাযোগ রয়েছে।”
পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, ‘‘প্রথম দিন থেকে আমাদের জেলার দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পুলিশ সঠিক সময়ে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছে বলেই অভিযুক্তেরা গ্রেপ্তার হয়েছেন।’’
সোমবার ওডিশা থেকে দুর্গাপুরে আসবেন মহিলা কমিশনের প্রতিনিধি দল। পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা ওডিশা সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন। ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝী দুর্গাপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।