উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম, সেই স্বপ্ন আর পূরণ হল না। মেয়ের ভবিষ্যৎ তো শেষ হয়ে গেল। আর এখানে ফিরব না। মুখ্যমন্ত্রীকে প্রণাম, পারলে আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন। একরাশ বেদনা নিয়ে ওডিশা ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবা। নির্যাতিতার বাবার এমন আবেগঘন বার্তায় ফের একবার আলোচনার কেন্দ্রে দুর্গাপুর কাণ্ড।
দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এই গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার সহপাঠী সহ গ্রেপ্তার হয়েছে মোট ৬ জন। প্রত্যেকেই বর্তমানে পুলিশের হেপাজতে। ছাত্রীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। এই ঘটনার পরেই দুর্গাপুরে ছুটে এসেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন নির্যাতিতাকে নিয়ে ওডিশায় ফিরে যাবেন। বুধবার এই সিদ্ধন্তের কথা জানিয়েছেন খোদ নির্যাতিতার বাবা।
এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা আবেগঘণ কণ্ঠে বলেন, “স্বপ্ন দেখেছিলাম মেয়েকে ডাক্তার বানাব। অনেক আশা-ভরসা নিয়ে মেয়েকে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম দুর্গাপুরের এই মেডিকেল কলেজে। কিন্তু মেয়ের ভবিষ্যৎ তো শেষ হয়ে গেল। সোনার বাংলা সোনারই হয়ে থাকুক। আর এখানে ফিরব না।”
সমস্ত যন্ত্রণা ও অভিমান সত্ত্বেও, মুখ্যমন্ত্রীর প্রতি নম্র কণ্ঠে শেষ অনুরোধ জানাতে ভোলেননি নির্যাতিতার বাবা। তিনি বলেন,“মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল করে থাকি, ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন, এইটুকুই চাই।”
এদিন ফের একবার সিবিআই তদন্তের দাবি জানান নির্যাতিতার বাবা। তিনি বলেন, “সিবিআই তদন্ত তো চাই। তবে সবটাই বাংলার সরকারের উপর নির্ভর করছে।”