দুর্গাপুরঃ রাজ্য জুড়ে শোরগোল ফেলে দেওয়া দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল নির্যাতিতা ডাক্তারি পড়ুয়াকে। প্রায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হস্টেলে ফিরলেন দুর্গাপুরকাণ্ডের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রী। ছাত্রীর সঙ্গে রয়েছেন তাঁর মা। ‘নির্যাতিতা’র দেখভালের জন্য হাসপাতাল থেকেও এক জনকে পাঠানো হয়েছে। এ দিকে, ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর সঙ্গে দেখা করতে সে রাজ্যে ফিরলেন ‘নির্যাতিতা’র বাবা।
গত শুক্রবার অর্থাৎ ১০ অক্টোবর রাতে সহপাঠী-বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক ডাক্তারির এক ছাত্রী। ঘটনার পর থেকেই তিনি ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেই গণধর্ষণের ঘটনায় সহপাঠী সহ মোট ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঐ মেডিকেল কলেজের তরফে আইকিউ সিটি ফাউণ্ডেশনের আধিকারিক সুদর্শনা গঙ্গোপাধ্যায় ছাত্রীর স্বাস্থ্য সম্পর্কিত একটি বুলেটিন প্রকাশ করেন। সেই বুলেটিনে বলা হয়েছে, মাল্টিস্পেশালিটি মেডিকেল বোর্ড অত্যন্ত যত্ন সহকারে ঐ পড়ুয়ার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দেখভাল করেছে। বিশেষজ্ঞ ডাক্তাররা গোটা বিষয়টি পর্যালোচনার পরে নির্যাতিতাকে হাসপাতাল থেকে ডিসচার্জ বা ছুটি দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করা হয়েছে। এরপরই তাকে এদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
‘নির্যাতিতা’র বাবা প্রথম থেকেই বলে এসেছেন, গোপন জবানবন্দির পরেই তিনি মেয়েকে নিয়ে ওডিশা চলে যাবেন। দিন দুয়েক আগেই ‘নির্যাতিতা’র গোপন জবাববন্দি নেওয়া হয়েছিল। তার পর শুক্রবার বিকেল নাগাদ তরুণীকে হাসপাতাল থেকে ছাড়া হয়।