Durgapur Gangrape | দুর্গাপুর কাণ্ডের জল গড়াল হাইকোর্টে! মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুর গণধর্ষণের (Gang Rape) ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার উচ্চ আদালতে মামলা দায়ের করে সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিনই শুনানির সম্ভবনা পুজো অবকাশকালীন বেঞ্চে।

কলেজ কর্তৃপক্ষ জানায় যে, গণধর্ষণের ঘটনা ঘটার পর থেকে কলেজের বাইরে সর্বক্ষণ অনেক মানুষের জমায়েত। এদিকে কলেজে চলছে পরীক্ষা। সুতরাং এই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইকোর্টের হস্তক্ষেপ চাইছে কলেজ কর্তৃপক্ষ। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজই।

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (BJP Leader Shuvendu Adhikari) নেতৃত্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবিরও (BJP)। দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত ধর্না কর্মসূচি চালিয়ে যেতে বিজেপির তরফে আবেদন জানানো হয়েছে। বঙ্গ বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি  শম্পা দত্ত পাল। দুপুর ২টোয় এই মামলার শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুরের এক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে গণধর্ষণের শিকার হন। তদন্তে নেমে পুলিশ (Police) যে তিন জনকে গ্রেপ্তার করেছিল রবিবার তাদের আদালতে পেশ করা হয়। আবার রবিবার রাতে এবং সোমবার দিনের বেলায় আর‌ও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া নির্যাতিতার এক সহপাঠীকেও আটক করা হয়েছে। এদিন দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন নির্যাতিতা তরুণী। এদিকে তরুণীর সঙ্গে ফোনে কথা বলেছেন ওডিশার  মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর। তিনি নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন