Durgapur Gangrape | দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সহপাঠীকে পেশ করা হল আদালতে

By Bangla News Dunia Dinesh

Published on:

দুর্গাপুর: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে (Durgapur Gang Rape) মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয় ডাক্তারি পড়ুয়ার সহপাঠী ওয়াসিফ আলিকে। বুধবার সকালে ওয়াসিফ আলিকে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ঘটনার তদন্তে তাকে দশ দিনের পুলিশ (Police) হেপাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতের (Durgapur Court) বিচারকের কাছে আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালেই ধৃত ৫ জন ও সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করেছিল। সন্ধ্যায় আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, নির্যাতিতার সহপাঠীর আচরণ সন্দেহজনক। তাকে জেরা করা হচ্ছে। এর ঠিক একঘন্টা পরেই তাকে গ্রেপ্তার (Arrest) করে নিউটাউনশিপ থানার পুলিশ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন