Durgapur Rape Case | দুর্গাপুরে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ পুলিশের! ধৃতদের বাড়ি থেকে বাজেয়াপ্ত পোশাক, চলল জিজ্ঞাসাবাদ

By Bangla News Dunia Dinesh

Published on:

দুর্গাপুর: দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে (Durgapur Rape Case)। এবার এই ঘটনার তদন্তে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

এদিন বেলা ১১টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তার নেতৃত্বে একটি দল ওই মেডিকেল কলেজ লাগোয়া এলাকায় যায়। তাঁরা কলেজের গেট থেকে পরাণগঞ্জ জঙ্গল পর্যন্ত এলাকা পরিদর্শন করেন। সেখানেই ধৃতদের নিয়ে এসে গোটা ঘটনার পুনর্নির্মাণ (Reconstruction) করা হচ্ছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুই ধৃতকে নিয়ে যাওয়া হয় বিজড়া গ্রামে। সেখানে তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, ঘটনার দিন তারা যে জামাকাপড় পরেছিল, তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলির ফরেনসিক পরীক্ষা করা হবে। যা এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। আরও জানা গিয়েছে, এই গ্রাম ও আশেপাশের এলাকাতেই ঘটনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র পাওয়া যেতে পারে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ও দুর্গাপুর থানার পুলিশ যৌথভাবে এদিন অভিযান চালায়। ধৃতদের পরিবারের পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন