উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উৎবের মরশুমে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র জল ছেড়ে দেওয়া (DVC water release) নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার তিনি অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সংস্থা রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে বাংলাকে বিপদে ফেলতে চাইছে। সেইসব অভিযোগকে শনিবার খারিজ করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল (C. R. Patil)। সেই সঙ্গে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান নিয়ে।
মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন, ডিভিসি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছেন। শনিবার পাতিল দাবি করেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম।’ পাতিলের দাবি, মাইথন জলাধার থেকে ৪২,৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭,৫০০ কিউসেক মোট ৭০০০০ কিউসেক জল ছাড়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘বিজয়া দশমী দুর্গাপুজোর সমাপ্তি। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে, ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনো আগাম বার্তা না দিয়ে ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে।’ এর পরই দাবি করেছিলেন, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
যদিও কেন্দ্রের তরফে পালটা বলা হয়েছে, ডিভিসি নিয়মমাফিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে জলছাড়া পরিচালনা করে। জল ছাড়ার আগে রাজ্যের সেচ দপ্তরের মতামত চাওয়া হয়েছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা পরামর্শ আসেনি। পাতিল আরও জানিয়েছেন, নিম্ন দামোদর অঞ্চলে পরিস্থিতি ‘স্বাভাবিক’ এবং হুগলির হরিনখোলা এলাকায় জল সতর্কতা সীমার নীচে রয়েছে।














