e-Mohammed | নিশানায় ভারত! ভিন্ন পথে হেঁটে মহিলাদের নিয়ে জঙ্গি বাহিনী গঠন জইশের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিন্ন পথে হেঁটে এবার মহিলাদের নিয়ে পৃথক জঙ্গি বাহিনী গঠন করল মাসুদ আজহারের জইশ ই মহম্মদ। অপারেশন সিঁদুরের সময় ভারতের হামলায় কোমর ভেঙে গিয়েছিল পাক জঙ্গি সংগঠন জইশের( Jaish-e-Mohammed)। কিন্তু কিছুদিন হয় ফের সক্রিয় হয়েছে তারা। পাকিস্তানের বাহাওয়ালপুরে ফের নতুন করে গড়ে উঠছে জইশের ঘাঁটি। এরই মাঝে নতুন করে মহিলা বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছেন জইশ( Jaish-e-Mohammed) প্রধান মাসুদ আজহার। বাহিনীর নাম ‘জামাত-উল-মোমিনাত’। নেতৃত্বের জন্য বাছা হয়েছে মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারকে। সাদিয়ার স্বামী ইউসুর আজহার অপারেশন সিঁদুরের সময় ভারতের হামলায় মারা যায়।
মূলত জঙ্গিদের স্ত্রী ও পরিবারের মহিলা, যেসব জঙ্গিরা মারা গিয়েছে তাদের স্ত্রী ও পরিবারের মেয়েদের এই বাহিনীতে নিয়োগ করা হবে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে যারা বাহওয়ালপুর, করাচি, কোটলি, হরিপুরের ঘাঁটিতে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি থেকে যে মেয়েরা পড়তে আসে তাদেরও জঙ্গি ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে মহিলা ব্রিগেডে। এই মহিলাদের আগামী দিনে আত্মঘাতী বোমারু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে জইশের।
জম্মু কাশ্মীর, উত্তর প্রদেশ ও দক্ষিণ ভারতের কিছু অংশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘জামাত-উল-মোমিনাত’-এর কাজকর্মকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ভারতে একাধিক বড় জঙ্গি হামলার সঙ্গে জইশ ই মহম্মদের নাম জড়িয়ে রয়েছে। ২০০১ সালের সংসদ ভবনে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলার সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগসূত্র রয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন