E Shram Card থাকলে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। ই শ্রম কার্ডের সুবিধা ও কিভাবে ই শ্রম কার্ড করবেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা উল্লেখযোগ্য প্রকল্প ই-শ্রম কার্ড (E Shram Card). এই প্রকল্পে (Government Scheme) প্রভূত উপকৃত হন সমাজের শ্রমজীবী সাধারণ মানুষ। দরিদ্র মানুষদের প্রতি মাসে অর্থ সাহায্য করে কেন্দ্র (Central Government). এর পাশাপাশি মেলে একাধিক সুবিধা। তাই এখনো যারা ই শ্রম কার্ড বানাননি, আজই আবেদন করুন। কিন্তু কিভাবে আবেদন করবেন? আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

What is E Shram Card | ই শ্রম কার্ড কী?

আপনারা যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানেন, তাঁদের মধ্যে অনেকেই আছেন যারা এই ই শ্রম কার্ড সম্পর্কে জানেন না। তাই যারা জানেন না, এই কার্ড তৈরি করলে কি কি সুবিধা মিলবে, সরকার এই কার্ডের সুবিধাভোগীদের প্রতি মাসে কত টাকা পাঠাবে, কিভাবে এই কার্ড তৈরি করার জন্য আবেদন করা যাবে তাঁরা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

সমাজের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পাঠানোর জন্য সরকার চালু করে ই শ্রম কার্ড। অনলাইন পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভারত সরকারের এই ই-শ্রম কার্ড পোর্টালে নথিভুক্ত হওয়া নামের সংখ্যা প্রায় ২৮ কোটি ছাড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে। আপনারা যারা আবেদন জানান নি, অবশ্যই পোর্টালে নাম নথিভুক্ত করুন।

E Shram Card Benefits

কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন অসংগঠিত ক্ষেত্রের অন্তর্গত যারা কর্মরত তারা। যেমন হেল্পার, দোকানদার, ইট ভাটায় কর্মরত শ্রমিক, ডেলিভারি বয়, অটোচালক দুগ্ধ ব্যবসায়ী, ইত্যাদি মানুষজন। পোর্টালের নাম নথিভুক্ত হওয়া ব্যক্তিদের কেন্দ্রীয় সরকার দুই লক্ষ টাকার দুর্ঘটনা ভাতা দিচ্ছে। তাঁরা নিরাপত্তা বীমার আওতায় এই অর্থ পাবেন। দুর্ঘটনায় কোন শ্রমিক মারা গেলে ২ লাখ টাকার বীমা দেওয়া হবে।আর আংশিকভাবে অক্ষম ব্যক্তিদের দেওয়া হবে এক লক্ষ টাকার বিমার সহায়তা। এছাড়াও কেন্দ্র অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের আর্থিক সহায়তা প্রদান করে।

E Shram Card Application

কিভাবে অনলাইন পোর্টালে ই শ্রম কার্ডের জন্য আবেদন করবেন? স্টেপ বাই স্টেপ জেনে নিন।

  1. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  2. দেখবেন রেজিস্ট্রেশন লিংক ডান পাশে রয়েছে।
  3. সেখান থেকে ক্লিক করবেন ‘রেজিস্ট্রেশন অন ই লেবার’ অপশনে।
  4. আধার লিংক যুক্ত মোবাইল নম্বর উল্লেখ করুন। ক্যাপচা লিখুন।
  5. এবার সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
  6. এবার আপনি একটি ফর্ম পাবেন। এটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  7. রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং আপনার আবেদন জমা করুন।

 

আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন