Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সেনকো স্বর্ণ যোজনা (Senco Swarna Yojana) এর মাধ্যমে এখন সোনার গয়না সমেত সকল গয়না EMI (Equated Monthly Installment) বা মাসিক কিস্তিতে কিনতে পারবেন গ্রাহকেরা, যেই রকম সকলে কোন প্রকারের ইলেকট্রিক জিনিস কিনে থাকে এবং এর মাধ্যমে বিয়ের মরশুমে অনেকটাই সুবিধা হতে চলেছে পাত্র পাত্রীর বাবা মায়েদের ও পরিবার বর্গের।
সেনকো স্বর্ণ যোজনা ২০২৫
হিন্দু ধর্মের যে কোন অনুষ্ঠানে বিশেষ করে বিয়েতে সোনার গয়নার চাহিদা অনেক বেশি এবং সকল বাঙালিদের বিয়েতে সোনার তৈরি জিনিস ছাড়া কাজই হয় না! আর দিন দিন রুপোর গয়নার চাহিদাও অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে তাই এখন রুপো কিনতেও নাজেহাল অবস্থা সকল মানুষদের। তাই এতদিন সাধ থাকলেও সাধ্য নেই এমনটা ভেবে অনেকেই কষ্ট পাচ্ছিলেন।
EMI তে সোনার গয়না!
কিন্তু দেশের এক প্রসিদ্ধ গয়নার কোম্পানি সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের তরফে এই নতুন স্কিম নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে অনেকের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এইখানে মাসে মাসে টাকা জমিয়ে একেবারে কোন না কোন জিনিস কিনতে পারবেন সকলে। মাসিক কিস্তির সঙ্গে এইটার পার্থক্য একটাই যে এখানে আগের থেকে টাকা জমাতে হবে আর অন্য EMI তে জিনিস কিনে পরে মাসে মাসে টাকা চোকাতে হয়।
আরও পড়ুন:- গীতাঞ্জলী প্রকল্পে রাজ্য ৩ লক্ষ ৩০ হাজার দিচ্ছে নিজের বাড়ি বানাতে। বিস্তারিত জেনে নিন
আজকের সোনার দাম
এই যোজনাতে প্রতিমাসে ৫০০ টাকা থেকে যত ইচ্ছা টাকা জমা রাখতে পারবেন ও ১১ মাস অব্দি এই টাকা রাখা যাবে। কিন্তু গ্রাহকেরা ১০ মাস টানা টাকা জমালে কোম্পানির তরফে ১১ মাসের টাকা নিজেদের তরফে দেওয়া হয় ও এই টাকা দিয়ে দেশের যে কোন সেনকো শোরুম থেকে গয়না কিনতে পারবেন। এরই সঙ্গে গয়নার মজুরিতে ছাড় পাবে গ্রাহকেরা।
যে কোন বড় পারিবারিক উৎসবের জন্য এই স্কিমে টাকা বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার, এই জন্য ধীরে ধীরে অনেকের কাছে এই স্বর্ণ যোজনা স্কিম খুবই জনপ্রিয় হচ্ছে। কোন সুদ বা গয়না মেকিং চার্জ গ্রাহকদের থেকে নেওয়া হয় না। সেনকোর তরফে গ্রাহকদের রসিদ দেওয়া হয় তাই টাকা মার যাওয়ার কোন ভয় থাকে না গ্রাহকদের।
এই স্বর্ণ যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং যদি সরাসরি ব্যাংকের থেকে টাকা ডেবিট করাতে চান তাহলে সেভিংস একাউন্টের সকল তথ্য দিতে হবে বা গ্রাহক চাইলে ক্যাশ টাকার মাধ্যমেও এই টাকা দিতে পারে। আমাদের তরফে গ্রাহকদের তথ্য প্রদানের জন্য এই প্রতিবেদন, কিন্তু টাকা জমা দেওয়ার আগে আপনাদের উচিত এই সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া।
আরও পড়ুন:- চিকিৎসার নামে পাঁচ বছরের শিশুকে সিগারেট খাওয়াল ডাক্তার, জানুন বিস্তারিত