Bangla News Dunia, সমরেশ দাস :- ইরফান খান নিঃশব্দে মানুষের জন্য করে যেতেন , কেউ কোনোদিন এত জানতেও পারতেন না । তিনি চুপচাপ নিরিবিলি পছন্দ করতেন , তাই মনে হয় ভগবান তাকেও নিঃশব্দে নিয়ে নিলেন ।
তাঁর চলে যাওয়ার দেড় মাস কেটে গেল দেখতে দেখতে । মস্তিষ্কের এক বিশেষ ধরনের ক্যান্সারে ২০১৮ সালে আক্রান্ত হয়েছিলেন ইরফান খান । শেষমেশ লড়াইটা হেরেই গেলেন ইরফান খান । ২৯ এপ্রিল, বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ছেলে বাবিল, অয়ন আর স্ত্রী সুতপাকে রেখে চলে গিয়েছেন ইরফান।
কিন্তু কলেজ জীবনের প্রেমিকা, জীবনসঙ্গিনী, তাঁর দুই সন্তানের মা- সুতপা শিকদারের লেখায় বারবার ফিরে এসেছেন ইরফান । কখনও সুতপা লিখেছেন, ‘আমি কিছু হারাইনি, শুধুই পেয়েছি ।’ কখনও লিখেছেন ‘আবার আমাদের দেখা হবে । এই ঠিক-ভুলের দুনিয়া ছেড়ে অন্য কোনও দুনিয়ায় আবার আমরা ঘাসের উপর শুয়ে শুয়ে বিশ্বের যাবতীয় কথোপকথন করব আমরা। এখন শুধুই সময়ের অপেক্ষা । খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের ।’
বিশ্ব পরিবেশ দিবসেও ইরফানকে ছুঁয়ে থাকলেন সুতপা । রক্তকরবী গাছের একটি ছবি পোস্ট করলেন তিনি । এই গাছ কোনও একসময় ইরফানই লাগিয়েছিলেন । সুতপা লিখলেন, ‘তুমি চলে গিয়েছ । কিন্তু গাছেরা ঠিক ফুল ছড়িয়ে যাচ্ছে ।’
Highlights
১. তিনি চুপচাপ নিরিবিলি পছন্দ করতেন , তাই মনে হয় ভগবান তাকেও নিঃশব্দে নিয়ে নিলেন
২. কিন্তু কলেজ জীবনের প্রেমিকা, জীবনসঙ্গিনী, তাঁর দুই সন্তানের মা- সুতপা শিকদারের লেখায় বারবার ফিরে এসেছেন ইরফান
৩. বিশ্ব পরিবেশ দিবসেও ইরফানকে ছুঁয়ে থাকলেন সুতপা
#Irrfan Khan #Sutapa Sikdar #World Environment Day