Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। করোনায় আক্রান্ত কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অমিতাভ নিজেই এই খবর নিজের ট্যুইট হ্যান্ডেলে শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর গোটা পরিবার ও কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। শেষ দশদিনে যারা তার সংস্পর্শে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
করোনা পরিস্থিতিরকিছু দিনের মধ্যে একের পর এক বলিউড নক্ষত্রকে চলে যেতে দেখেছেন ভক্তরা। তাই প্রিয় অভিনেতাকে ঘিরে আশঙ্কা বাড়ছেই। গত কয়েকদিনেও তিনি ট্যুইট করেছেন নিয়ম মেনে। শুক্রবারও ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতার সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। তাই কবে ঠিক অসুস্থ হলেন, তা এখনও জানা যায়নি। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই ট্যুইট করে আরোগ্য কামনা করেছেন অগণিত ভক্ত, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব।
প্রসঙ্গত বয়সে প্রায় ৮০ ছুঁই ছুঁই এই অভিনেতা এখনও তরুণ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন বলিউডে। লকডাউনের মধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত বিখ্যাত ছবি গুলাবু-সিতাবু। সেখানে তাঁর অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। তিনি নিজেই আর্জি জানিয়ে বলেছেন, গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছে, তারা প্লিজ সবাই টেস্ট করান।
তাঁর এখনও মুক্তি পায়নি এমন তিনটি গুরুত্বপূর্ণ ছবি হল চেহরে, ব্রহ্মাস্ত্র ও ঝুন্ড।
Highlights
1. করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন
2. গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছে, তারা প্লিজ সবাই টেস্ট করান
#অমিতাভ #বচ্চন